বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১১:০০
ছবি : ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। তাদের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।

ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট ছড়িয়ে পড়েছে। পোস্টদাতা নিজেকে একজন ‘এভিয়েশন ট্রেইন্ড পাইলট’ হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন, বিমান দুর্ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং এটি একটি ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’। আরো উল্লেখ করা হয়, এটি একটি নিখুঁতভাবে পরিকল্পিত ‘মিলিটারি-পিআর-অপারেশন’।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, যে তরুণীর ছবি ব্যবহার করে এই দাবি করা হয়েছে, তিনি প্রকৃতপক্ষে একজন ভারতীয় নাগরিক। তার নাম রোকেয়া দেশাই। ফ্যাক্টওয়াচকে তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিমান দুর্ঘটনা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ফ্যাক্টওয়াচ আরো জানায়, দাবিগুলো ভিত্তিহীন এবং তথ্যভিত্তিক নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, মিথ্যা খবর ও গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে।

এসব তথ্য নজরে এলে ফ্যাক্টওয়াচ সত্য যাচাই করে তা প্রকাশের পাশাপাশি গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুর জোনাল ও  বিরামপুরে সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান
ইসরাইল সফরে গাজা যুদ্ধবিরতি বহাল থাকার 'গভীর আশাবাদ' ব্যক্ত করেছেন জেডি ভ্যান্স
খুলনায় বিএনপি’র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬
ভৈরবে ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত
কক্সবাজারে ফসল উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় জড়িতদের কর্মশালা
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ২
গাজা থেকে ফেরত আসা আরও ২ জিম্মি মরদেহ শনাক্ত করলো ইসরাইল
একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উ. কোরিয়া
১০