পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১১:০৩ আপডেট: : ০৪ আগস্ট ২০২৫, ১২:২১
ছবি : বাংলাফ্যাক্ট ফেসবুক পেইজ।

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস): পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা  শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, সম্প্রতি গোপালগঞ্জে পুলিশের হামলা দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। 

বাংলাফ্যাক্ট জানায়, গোপালগঞ্জে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলায় কারফিউ ও ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তীকালে কারফিউ শিথিল করে গত ২০ জুলাই ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। এরই প্রেক্ষিতে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে পুলিশ গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মীদের ওপর পুলিশের হামলার সাম্প্রতিক কোনো ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন অর্থাৎ ২০২৪ সালের ২৬ জুলাই থেকে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার দৃশ্য দাবিতে প্রচার হয়ে আসছে। অর্থাৎ, ভিডিওটি যে পুরোনো তা একাধিক সূত্রে নিশ্চিত হয়েছে বাংলাফ্যাক্ট।

ফ্যাক্টচেক টিম জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে Sayed Rouf নামে একটি এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। ২০২৪ সালের ২৬ জুলাই প্রকাশিত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশ গুলি ছুড়েছিল এবং সে সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছিল। পাশাপাশি, একই তারিখে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও এক্স অ্যাকাউন্টে একই তথ্যে ভিডিওটি প্রকাশিত হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মীদের ওপর পুলিশের হামলার দৃশ্য দাবিতে ছড়ানো হচ্ছে, যা মিথ্যা।

উল্লেখ্য, বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পঞ্চম দিনে আপিল শুনানি চলছে
‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প
আজ নেদারল্যান্ডসে ডানপন্থার শক্তি যাচাইয়ে ভোট হচ্ছে 
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
গাজায় ইসরাইলের হামলায় ২২ শিশুসহ নিহত ৫০
টাঙ্গাইলে ছাত্রদল নেতা শহীদ আব্দুর রউফের স্মরণসভা
আমাজনের পার্সেল কমায়  ৪৮ হাজার কর্মী ছাঁটাই ইউপিএসের
পটুয়াখালীতে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্রাজিলে মাদক বিরোধী অভিযানে নিহত ৬৪ 
তানজানিয়ায় প্রধান বিরোধী দল ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন 
১০