ভারতে ধর্ষণের ঘটনার ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১০:২৮

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস): ভারতে ধর্ষণের ঘটনার পুরোনো ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভারতে তরুণী ধর্ষণের ঘটনার পুরোনো ভিডিওকে সম্প্রতি বাংলাদেশের দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা বিভ্রান্তিকর।

অনুসন্ধানে শনাক্ত হয় যে, 'ভারতে ধর্ষণের ঘটনার পুরোনো ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার' করা হয়েছে। বাংলাদেশে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন দাবি করে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী ও দুই যুবক মিলে এক তরুণীর বস্ত্র হরণের চেষ্টা করছেন।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোন ধর্ষণের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালের মে মাসে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণী ধর্ষণের শিকার হন। সেই ঘটনারই দৃশ্য এটি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান ‘নিউজবাংলা টুয়েন্টিফোর’-এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৯ মে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। 

ওই প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের পূর্ব বেঙ্গালুরুর কঙ্কনগরের একটি বাড়িতে ২০২১ সালের ১৯ ও ২০ মে বাংলাদেশি একজন তরুণী ধর্ষণের শিকার হন। এই ঘটনার একটি ভিডিও সেসময় ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। পরে এক পরিচিতের সাহায্যে ভুক্তভোগী তরুণী কেরালায় পালিয়ে যান। পরবর্তীতে বেঙ্গালুরু পুলিশ কেরালা পুলিশের সাহায্য নিয়ে তাকে কোঝিকোড় এলাকা থেকে উদ্ধার করে। সঙ্গে দুই নারীসহ মোট ছয়জনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, অভিযুক্ত সবাই বাংলাদেশের নাগরিক।

ফ্যাক্টচেক টিম জানায়, বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার এস. ডি. শরনাপ্পা গণমাধ্যমটিকে তখন বলেন, ‘যৌন নিপীড়নের শিকার বাংলাদেশি নারীকে কেরালার কোঝিকোড় থেকে বেঙ্গালুরু নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগীর বয়ান রেকর্ড করবে বেঙ্গালুরু পুলিশ।’ এছাড়াও, ‘দ্য ডেইলি স্টার’, ‘দৈনিক প্রথম আলো’ ও ‘দৈনিক আমাদের সময়’-এ তখন এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে একই তথ্য পাওয়া যায়।

বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০