ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ভারতের ঘটনার ভিডিও বাংলাদেশের বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে।
ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচ জানায়, বরিশালে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতনের দাবিতে ছড়িয়ে দেওয়া ভিডিওটি ভারতের। সম্প্রতি ফেসবুকে ‘বরিশালে ছেলে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার কারণে ছেলেকে না পেয়ে মাকে নির্যাতন’ দাবিতে একটি ভিডিও ছড়িয়েছে। সেখানে এক বৃদ্ধকে লাঠি দিয়ে এক নারীর শরীরে আঘাত করতে দেখা যাচ্ছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, এটি বাংলাদেশের ঘটনা নয়। ভিডিওটি ভারতের উত্তর প্রদেশে শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক এক নারীকে মারধরের দৃশ্য।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, ভিডিওর বিভিন্ন কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ভারতীয় সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া গেছে।
ভিডিওর বিবরণী অনুযায়ী, উত্তর প্রদেশের ফারুখাবাদে বিজেপির এক এমপির বোন রীনা সিং পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, গত ৭ সেপ্টেম্বর তার শ্বশুরবাড়ির লোকজন জানালা দিয়ে গোপনে তার গোসলের ভিডিও ধারণ করেছে। আপত্তি জানালে শ্বশুর লক্ষ্মণ সিং ও দেবর রাজেশ ও গিরিশ তাকে হত্যার হুমকি দেয়।
রীনার অভিযোগ অনুযায়ী, তার শ্বশুর তাকে গুলি করে হত্যারও হুমকি দেন। এছাড়া শ্বশুরবাড়ির লোকজন তার মেয়েকেও বেত দিয়ে মারধর করেছে। সামাজিক মাধ্যমে এই মারধরের ভিডিও প্রকাশ পায়।
ফ্যাক্টওয়াচ জানায়, ভারতের মূলধারার সংবাদমাধ্যম এনডিটিভি গত ৮ সেপ্টেম্বর এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। জানা যায়, ঘটনা ঘটেছে ফারুখাবাদে এমপি মুকেশ রাজপুতের বোন রীনা সিংয়ের সঙ্গে। বরিশালে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকমায়ের ওপর কোনো নির্যাতনের তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয়ে নজর দিলে ফ্যাক্টওয়াচ ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরার পাশাপাশি গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে।