ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আমেরিকা ও বাংলাদেশের যৌথ মহড়াকে কেন্দ্র করে চীনের যুদ্ধজাহাজ পাঠানোর দাবিটি মিথ্যা, ভিডিওটি পুরোনো এবং ভিন্ন ঘটনার বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ অনুশীলন মহড়া গত ৪ সেপ্টেম্বর শুরু হয়। শেষ হয় ১৮ সেপ্টেম্বর। এই মহড়াকে কেন্দ্র করে চীনের যুদ্ধজাহাজ বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং যেকোন মুহূর্তে ভারত, চীন ওআমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হতে পারে-এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আলোচিত দাবিটি সঠিক নয়। ভিডিওটির সঙ্গে ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ অনুশীলন মহড়ার কোন সম্পর্ক নেই। তাছাড়া, ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। 

২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় ফিলিপাইনের জাহাজে চীনা কোস্টগার্ডের দুটি জাহাজ জল কামান নিক্ষেপ করে। প্রকৃতপক্ষে এটি সেই ঘটনারই দৃশ্য। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের একটি ইস্যুতে ভিডিওটি মানবজমিন গত ১৬ সেপ্টেম্বর প্রকাশ করে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে আলোচিত ভিডিওটিতে থাকা ‘মানবজমিন’ লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ১৬ সেপ্টেম্বর ভিডিওটি প্রচার করতে দেখা যায়। মানবজমিন ভিডিওটির ক্যাপশন বর্ণনায় উল্লেখ করে, ‘দক্ষিণ চীন সাগরে উত্তেজনা চরমে। ফিলিপাইনের একটি জাহাজকে লক্ষ্য করে এভাবেই জল কামান নিক্ষেপ করছে চীনা কোস্টগার্ড। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরেই চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ চলছে।’

বাংলাফ্যাক্ট জানায়, উল্লেখিত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র ইউটিউব চ্যানেলে গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। যেখানে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত শোলের কাছে চীন ও ফিলিপাইনের মধ্যকার সাম্প্রতিক ঘটনার তথ্য রয়েছে। তবে মানবজমিনে প্রচারিত ভিডিওর সঙ্গেও এপি’র ভিডিওর মিল পাওয়া যায়নি।

পরবর্তীতে মানবজমিনে প্রচারিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত ভিডিওটি নিয়ে ২০২৩ সালের প্রতিবেদন ও ভিডিও খুঁজে পাওয়া যায়। 

এসব প্রতিবেদন ও ভিডিও থেকে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবোরো শোলের দিকে অগ্রসর হওয়া ফিলিপাইনের ব্যুরো অব ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াটিক রিসোর্সেস (বিএফএআর)-এর একটি জাহাজে চীনা কোস্টগার্ডের দুটি জাহাজ জল কামান নিক্ষেপ করে। 

এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো আলোচিত দাবিটি মিথ্যা বলে শনাক্ত করে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরাজগঞ্জে যমুনায় বিলীন ২৫ বসত ভিটা, হুমকিতে পাঁচ স্কুল 
উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্র উপদেষ্টা
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হল সালমান-আনিসুল-আতিককে
ভোলায় বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ২
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি
হবিগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ক্লাব মিলন মেলা 
শরতের ভোরে কুয়াশার চাদরে স্নিগ্ধ লালমনিরহাট
চবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ২৪ প্রার্থী
রাজধানীতে সকাল পর্যন্ত ৩৪ মিমি বৃষ্টিপাত
স্পেন ও ফ্রান্সে ভারী বৃষ্টিপাত, একজনের প্রাণহানি
১০