ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বোরকা পরে খেলছে-এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
বাংলাফ্যাক্ট জানায়, আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এ গত ১০ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে পরাজিত হয় বাংলাদেশ দল। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়, ওই ম্যাচে দেশের নারী ক্রিকেটাররা বোরকা পরে মাঠে নেমেছিলেন।
ফ্যাক্টচেক টিম যাচাই করে দেখেছে, পোস্টে ব্যবহৃত ছবিটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে একই মুহূর্তের একটি ভিডিও পাওয়া গেছে। সেখানে স্পষ্ট দেখা যায়, বাংলাদেশ দলের ক্রিকেটাররা জার্সি পরে খেলছেন, বোরকা পরিহিত অবস্থায় কেউ নেই।
এছাড়া ছবিটির নিচের ডান পাশে ‘জিমিনি’ নামে একটি লোগো পাওয়া গেছে। এটি গুগলের তৈরি এআই ইমেজ জেনারেশন মডেল। এটির মাধ্যমে লেখা থেকে ছবি তৈরি করা যায়।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ অক্টোবরের ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেটারদের বোরকা পরে খেলার দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত গুজব, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদপেশা নিয়ে গবেষণা করে।
গত এক বছরে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো প্রমাণ পেয়েছে, ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু অ্যাকাউন্টসহ দেশের ভেতর থেকেও বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তী সরকার, খাগড়াছড়ি ইস্যু এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া সংগঠনগুলোর বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচার বেড়েছে।
বাংলাফ্যাক্ট এখন পর্যন্ত শত শত বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত করেছে এবং অনলাইনে গুজব ও ভুয়া খবর প্রতিরোধে কাজ করছে। তাদের লক্ষ্য জনগণের কাছে সঠিক ও যাচাইকৃত তথ্য পৌঁছে দেওয়া।