এআই নির্মিত ভিডিওকে দিল্লিতে বাংলাদেশ বিরোধী প্রচারণা বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪
ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় দিল্লির রাস্তায় বাংলাদেশ সরকার বিরোধী পোস্টার দেখা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া দাবি শনাক্ত করেছে। 

ফ্যাক্টওয়াচ বলছে, বিষয়টি সম্পূর্ণ ভুয়া। এসব ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।

ফ্যাক্টওয়াচ জানায়, ফেসবুকে অনেকে দাবি করছেন, পুতিনের দিল্লি সফরের সময় শহরের বিভিন্ন স্থানে ‘Step Down Yunus’ অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে পোস্টার দেখা গেছে। অনেকে এই দাবির সঙ্গে দিল্লির রাস্তার কিছু ছবিও শেয়ার করেছেন।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এসব ছবির কোনোটিই বাস্তব নয়। এআই ব্যবহার করে পোস্টারগুলো তৈরি করা হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের সফর সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদনেও এমন কোনো পোস্টার ছড়িয়ে পড়ার তথ্য নেই।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু হয়েছে : পরিবেশ উপদেষ্টা
আজ ভোলা হানাদার মুক্ত দিবস
পরিবেশ অধিদপ্তরকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
১৫৯ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা নিশ্চিত করেছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা
ডিসেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৬ শতাংশ বৃদ্ধি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ
রাজশাহীতে ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৭ জন 
প্রাথমিকের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত
দারিদ্র্য বিমোচনে পদ্ধতিগত দুর্বলতা কাটাতে হবে : অর্থ উপদেষ্টা
১০