শিরোনাম
ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস। দ্বিতীয় শিরোপা জয়ের জন্য মাঠে বরিশাল। প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্য চট্টগ্রামের।
এ বছর চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে আড়াই কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ৫০ লাখ টাকা বেশি। রানার্স আপ দলের জন্যও ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে। তারা পাবে ১ কোটির পরিবর্তে দেড় কোটি টাকা।
এ বছর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলকে পুরস্কার হিসেবে যথাক্রমে ৬০ ও ৪০ লাখ টাকা দেবে বিসিবি। এবার টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়দের পুরস্কারও অন্তর্ভুক্ত করা হয়েছে। উদীয়মান খেলোয়াড়কে দেওয়া হবে ৩ লাখ টাকা। অন্যান্য ক্ষেত্রে পুরস্কার একই আছে।
চ্যাম্পিয়ন দল - ২.৫০ কোটি টাকা।
রানার্স আপ - ১.৫০ কোটি টাকা।
তৃতীয় দল- ৬০ লাখ টাকা।
চতুর্থ দল- ৪০ লাখ টাকা।
ফাইনালের সেরা খেলোয়াড়- ৫ লাখ টাকা।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়- ১০ লাখ টাকা।
সর্বোচ্চ রান সংগ্রাহক- ৫ লাখ টাকা।
সর্বোচ্চ উইকেট শিকারী- ৫ লাখ টাকা।
টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়- ৩ লাখ টাকা।
সেরা ফিল্ডার- ৩ লাখ টাকা।