বাড়লো বিপিএলের প্রাইজমানি

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫২

ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস। দ্বিতীয় শিরোপা জয়ের জন্য মাঠে বরিশাল। প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্য চট্টগ্রামের।

এ বছর চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে আড়াই কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ৫০ লাখ টাকা বেশি। রানার্স আপ দলের জন্যও ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে। তারা পাবে ১ কোটির পরিবর্তে দেড় কোটি টাকা।

এ বছর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলকে পুরস্কার হিসেবে  যথাক্রমে ৬০ ও ৪০ লাখ টাকা দেবে বিসিবি। এবার টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়দের পুরস্কারও অন্তর্ভুক্ত করা হয়েছে। উদীয়মান খেলোয়াড়কে দেওয়া হবে ৩ লাখ টাকা। অন্যান্য ক্ষেত্রে পুরস্কার একই আছে।

চ্যাম্পিয়ন দল - ২.৫০ কোটি টাকা।

রানার্স আপ - ১.৫০ কোটি টাকা।

তৃতীয় দল-  ৬০ লাখ টাকা।

চতুর্থ দল- ৪০ লাখ টাকা।

ফাইনালের সেরা খেলোয়াড়- ৫ লাখ টাকা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়- ১০ লাখ টাকা।

সর্বোচ্চ রান সংগ্রাহক- ৫ লাখ টাকা।

সর্বোচ্চ উইকেট শিকারী- ৫ লাখ টাকা।

টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়- ৩ লাখ টাকা।

সেরা ফিল্ডার- ৩ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রায় ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে : থাই কর্মকর্তারা
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০