ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধন আগামীকাল

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তারুণ্যের উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি: ঢাবি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-প্রতিপাদ্য নিয়ে ৩ দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হচ্ছে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারুণ্যের উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। 

সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার মিসেস ফাতেমা বিনতে মুস্তফা ও মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে- ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় উদ্বোধন, দুপুর ১২টায় চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং তরুণ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন, সোয়া ১২টায় ক্লিন ক্যাম্পেইন,  বেলা ২টায় বিতর্ক প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় গান, নৃত্য এবং কবিতা আবৃতি ও ফোক গান (লালনগীতি, হাসন রাজার গান), সাড়ে ৭টায় ব্যান্ড সংগীত, নকশী কাঁথা (সাজেদ ফাতেমী)।

সংবাদ সম্মেলনে কর্মসূচি সম্পর্কে আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারি পুরুষ ইভেন্টে ১১টায় বস্তা দৌড়, ১১টা ১০ মিনিটে দাবা, সাড়ে ১১টায় মোরগ লড়াই, দুপুর ১২টায় বেলুন ফুটানো, সোয়া ১২টায় সাত চাড়া ও আড়াইটায় রশি টানাটানি। নারী ইভেন্টে সকাল ১১টায় হাড়ি ভাঙ্গা, ১১ টা ১০মিনিটে দাবা, সাড়ে ১১টায় বউচি, ১২টায় স্কিপিং, সাড়ে ১২টায় ঝুড়িতে বল নিক্ষেপ, আড়াই টায় মিউজিক্যাল পিলো পাসিং। এছাড়া বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে প্রীতিফুটবল ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দলের অংশগ্রহণে গান, নৃত্য এবং কবিতা আবৃতি, ৭টা ২০মিনিটে গম্ভীরা (চাঁপাই নবাবগঞ্জ), সাড়ে ৮টায় ফোক গান (লালনগীতি, হাসন রাজার গান, চন্দনা মজুমদার) অনুষ্ঠিত হবে।

এছাড়া, ১৩ ফেব্রুয়ারির অনুষ্ঠারে রয়েছে সকাল ১১টায় কেস কম্পিটিশন, পৌনে ৪টায় পুরস্কার বিতরণ, সন্ধ্যা সাড়ে ৬টায় জনপ্রিয় ব্যান্ড আর্টসেল-এর অংশগ্রহণে ব্যান্ড সংগীত এবং সাড়ে ৮টায় জনপ্রিয় ব্যান্ড নগর বাউল (জেমস্)-এর অংশগ্রহণে ব্যান্ড সংগীত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইঞ্জিনিয়ার পড়ে চাকরি না করে সফল উদ্যোক্তা হলেন কানিজ ফাতেমা
১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০