‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা শুরু

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৫
‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা শুরু -ছবি : বাসস

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশব্যাপী উদ্যাপিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’।

এই উৎসব উদ্যাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জায়ান্ট গ্রুপ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর যৌথ পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা’।

সারাদেশের ৩৪টি জেলা ভলিবল দলের অংশগ্রহণে ৪টি বিভাগীয় ভেন্যুতে প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকাল ১০টায় পল্টন ময়দানে অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের প্রতিযোগিতা শুরু হয়। 
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এ্যান্ড টেকনোলজি এর বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস-এর নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশন-এর সহ-সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী। এছাড়াও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আঞ্চলিক পর্ব শেষে ৪টি জোনের চ্যাম্পিয়ন, রানার্স-আপসহ মোট ৮টি জেলা দল আগামী ২৫-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয়  মূল পর্বে অংশগ্রহণ করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা
বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ভোটাধিকার রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে : চসিক মেয়র
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দিনাজপুরে দোয়া মাহফিল 
তানজানিয়ায় খনি ধসে নিহত ২৫
খালেদা জিয়ার জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল
সেতু কর্তৃপক্ষের ‘উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ শুরু
মেহেরপুর সীমান্তে মার্কিন ডলারসহ আটক ১ 
উইজডেনের শতাব্দী সেরা ১৫ টেস্ট সিরিজে দু’টি বাংলাদেশের
খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ
খালেদা জিয়ার জন্মদিনে গাজীপুরে বস্ত্র বিতরণ
১০