‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা শুরু

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৫
‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা শুরু -ছবি : বাসস

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশব্যাপী উদ্যাপিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’।

এই উৎসব উদ্যাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জায়ান্ট গ্রুপ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর যৌথ পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা’।

সারাদেশের ৩৪টি জেলা ভলিবল দলের অংশগ্রহণে ৪টি বিভাগীয় ভেন্যুতে প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকাল ১০টায় পল্টন ময়দানে অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের প্রতিযোগিতা শুরু হয়। 
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এ্যান্ড টেকনোলজি এর বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস-এর নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশন-এর সহ-সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী। এছাড়াও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আঞ্চলিক পর্ব শেষে ৪টি জোনের চ্যাম্পিয়ন, রানার্স-আপসহ মোট ৮টি জেলা দল আগামী ২৫-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয়  মূল পর্বে অংশগ্রহণ করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০