ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় নীলফামারী জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত ডিমলা রাগবি মেন্স সেভেন্স কাপে বুড়িমারি ব্লাস্টার্স চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ রাগবি ইউনিয়ন ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও ডিমলা রাগবি ক্লাবের আয়োজনে ডিমলা উপজেলা মিনি স্টেডিয়ামে দুইদিন ব্যপী এই রাগবি কার্নিভাল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আটটি দল অংশ নেয়।
প্রতিযোগিতা উপলক্ষে গত ২৬-২৭ সেপ্টেম্বর উপজেলার ৮০জন প্রশিক্ষনার্থীদের নিয়ে প্রশিক্ষণ শিবির পরিচালিত হয়।
ফাইনালে বুড়িমারি ব্লাস্টার্স ১৫-০ পয়েন্টে নীলফামারী বুলসকে পরাজিত করে শিরোপা জয় করে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সহ-সভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক মো: আকতার উজ জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেম।