দিনাজপুরে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৯ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫০

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে দিনাজপুর  মিউনিসিপাল হাই স্কুলের  আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০ টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত স্কুল মাঠে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘ক্রীড়াই সুস্থ দেহ ও সুন্দর মন তৈরী করে’ এই স্লোগানকে সামনে রেখে পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে মিরাজুল বলেন, দেশে এখন তারুণ্যের উৎসব চলছে, এসবের মাঝে তরুণেরা আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজকে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। এই বিষয়টি সকলকে মিলে সহযোগিতা করতে পারলে দেশ শক্তিশালি অবস্থানে উঠে আসবে। 

দিনাজপুর  মিউনিসিপাল স্কুলের প্রধান শিক্ষক মো, নেজামুল ইসলামের সভাপতিত্বে ও  সিনিয়র  শিক্ষকমো. শাহ্ আলমের  পারিচালনায় অনুষ্ঠানে  আরও  বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন, অভিভাবক সদস্য নুর এ আলম সিদ্দিকী ও মো. নজরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্চ ১৫ থেকে ইয়েমেনে ৮০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র, শত শত হুথি বিদ্রোহী নিহত
ফাহাদের বোলিং ও আবরারের সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল যুবারা
সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল : বিচারপতি আব্দুল হাকিম
তাইজুল-নাইমের বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম কারাগারে
দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা শুরু 
জামিন পেলেন মডেল মেঘনা আলম
নারী খতনা রোধে স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন নির্দেশিকা প্রণয়ন করেছে ডব্লিউএইচও
হবিগঞ্জে বজ্রপাতে একজন নিহত 
কুষ্টিয়ায় চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা
১০