দিনাজপুরে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৯ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫০

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে দিনাজপুর  মিউনিসিপাল হাই স্কুলের  আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০ টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত স্কুল মাঠে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘ক্রীড়াই সুস্থ দেহ ও সুন্দর মন তৈরী করে’ এই স্লোগানকে সামনে রেখে পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে মিরাজুল বলেন, দেশে এখন তারুণ্যের উৎসব চলছে, এসবের মাঝে তরুণেরা আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজকে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। এই বিষয়টি সকলকে মিলে সহযোগিতা করতে পারলে দেশ শক্তিশালি অবস্থানে উঠে আসবে। 

দিনাজপুর  মিউনিসিপাল স্কুলের প্রধান শিক্ষক মো, নেজামুল ইসলামের সভাপতিত্বে ও  সিনিয়র  শিক্ষকমো. শাহ্ আলমের  পারিচালনায় অনুষ্ঠানে  আরও  বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন, অভিভাবক সদস্য নুর এ আলম সিদ্দিকী ও মো. নজরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল
নিহত যুবদলকর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
গণঅভ্যুত্থানে শহীদ জাহিদের ভাই জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান
লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের বড় নির্দেশক : উপদেষ্টা আসিফ
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
১০