দিনাজপুরে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৯ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫০

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে দিনাজপুর  মিউনিসিপাল হাই স্কুলের  আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০ টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত স্কুল মাঠে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘ক্রীড়াই সুস্থ দেহ ও সুন্দর মন তৈরী করে’ এই স্লোগানকে সামনে রেখে পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে মিরাজুল বলেন, দেশে এখন তারুণ্যের উৎসব চলছে, এসবের মাঝে তরুণেরা আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজকে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। এই বিষয়টি সকলকে মিলে সহযোগিতা করতে পারলে দেশ শক্তিশালি অবস্থানে উঠে আসবে। 

দিনাজপুর  মিউনিসিপাল স্কুলের প্রধান শিক্ষক মো, নেজামুল ইসলামের সভাপতিত্বে ও  সিনিয়র  শিক্ষকমো. শাহ্ আলমের  পারিচালনায় অনুষ্ঠানে  আরও  বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন, অভিভাবক সদস্য নুর এ আলম সিদ্দিকী ও মো. নজরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০