তারুণ্যের উৎসব : চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:০৬

ঢাকা, ৫ জুলাই ২০২৫ (বাসস) : ছয় জেলার সাঁতারুদের নিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা-২০২৫। এতে ইয়েস কার্ড পেয়েছে ৪০ জন সাঁতারু।

শনিবার সকাল ১১টায় শহরের মুক্তিযোদ্ধা সড়কে ‘অঙ্গীকার’ সংলগ্ন লেকে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় ৬ জেলার ১৭০ জন প্রতিযোগি। 

প্রতিযোগিতা শেষে ইয়েস কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসিন উদ্দিন। 

তিনি বলেন, চাঁদপুরের চারদিকেই নদী। এই জেলা থেকেই সেরা সাঁতারু বের হয়ে আসার কথা। এখানে প্রতিটি গ্রামেই এমন তরুণ-তরুণী আছে, যারা ছোটবেলা থেকেই পানির সাথে বেড়ে উঠেছে। প্রাকৃতিকভাবে তারা সাঁতারে দক্ষ। আমরা চাই প্রাকৃতিক প্রতিভাগুলোকে সঠিকভাবে প্রশিক্ষণ ও সুযোগ দিয়ে দেশসেরা সাঁতারু হিসেবে গড়ে তোলা হোক।

ডিসি আরও বলেন, এই প্রতিযোগিতা শুধুই একটি আয়োজন নয়। এটি একটি সম্ভাবনার দ্বার উন্মোচন। এখান থেকেই একদিন জাতীয় পর্যায়ে চাঁদপুরের নাম উজ্জ্বল করবে। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাগুলো যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারে সেই প্রত্যাশা করছি।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌবাহীনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমেদ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন বলেন, উৎসব মুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ থেকে যেন সেরা সাতারু সৃষ্টি হয় এটিই আমাদের মূল লক্ষ্য।

আয়োজকরা জানিয়েছেন, সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- এই প্রতিযোগিতায় ৯-১১ বছর বালক- ৩০ জন, ৯-১১ বছর বালিকা-৬ জন, ১২-১৫ বছর বালক- ১০৯ জন ও ১২-১৫ বছর বালিকা- ২৩ জন অংশ নেন।

‘ইয়েস কার্ড’ পেয়েছে ৯-১১ বছর বালক ৪ জন, ৯-১১ বছর বালিকা ৩ জন, ১২-১৫ বছর বালক ২০ জন ও ১২-১৫ বছর বালিকা ১৩ জন। 

২৪ জন বালক  ও  ১৬ জন বালিকাসহ মোট ৪০ সাঁতারু ইয়েস কার্ড লাভ করে।

বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজন প্রথম পর্বের শেষ আয়োজন ছিল চাঁদপুরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
১০