তারুণ্যের উৎসব : চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:০৬

ঢাকা, ৫ জুলাই ২০২৫ (বাসস) : ছয় জেলার সাঁতারুদের নিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা-২০২৫। এতে ইয়েস কার্ড পেয়েছে ৪০ জন সাঁতারু।

শনিবার সকাল ১১টায় শহরের মুক্তিযোদ্ধা সড়কে ‘অঙ্গীকার’ সংলগ্ন লেকে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় ৬ জেলার ১৭০ জন প্রতিযোগি। 

প্রতিযোগিতা শেষে ইয়েস কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসিন উদ্দিন। 

তিনি বলেন, চাঁদপুরের চারদিকেই নদী। এই জেলা থেকেই সেরা সাঁতারু বের হয়ে আসার কথা। এখানে প্রতিটি গ্রামেই এমন তরুণ-তরুণী আছে, যারা ছোটবেলা থেকেই পানির সাথে বেড়ে উঠেছে। প্রাকৃতিকভাবে তারা সাঁতারে দক্ষ। আমরা চাই প্রাকৃতিক প্রতিভাগুলোকে সঠিকভাবে প্রশিক্ষণ ও সুযোগ দিয়ে দেশসেরা সাঁতারু হিসেবে গড়ে তোলা হোক।

ডিসি আরও বলেন, এই প্রতিযোগিতা শুধুই একটি আয়োজন নয়। এটি একটি সম্ভাবনার দ্বার উন্মোচন। এখান থেকেই একদিন জাতীয় পর্যায়ে চাঁদপুরের নাম উজ্জ্বল করবে। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাগুলো যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারে সেই প্রত্যাশা করছি।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌবাহীনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমেদ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন বলেন, উৎসব মুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ থেকে যেন সেরা সাতারু সৃষ্টি হয় এটিই আমাদের মূল লক্ষ্য।

আয়োজকরা জানিয়েছেন, সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- এই প্রতিযোগিতায় ৯-১১ বছর বালক- ৩০ জন, ৯-১১ বছর বালিকা-৬ জন, ১২-১৫ বছর বালক- ১০৯ জন ও ১২-১৫ বছর বালিকা- ২৩ জন অংশ নেন।

‘ইয়েস কার্ড’ পেয়েছে ৯-১১ বছর বালক ৪ জন, ৯-১১ বছর বালিকা ৩ জন, ১২-১৫ বছর বালক ২০ জন ও ১২-১৫ বছর বালিকা ১৩ জন। 

২৪ জন বালক  ও  ১৬ জন বালিকাসহ মোট ৪০ সাঁতারু ইয়েস কার্ড লাভ করে।

বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজন প্রথম পর্বের শেষ আয়োজন ছিল চাঁদপুরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০