খাগড়াছড়ি, ৬ জুলাই ২০২৫ (বাসস) : জাতীয় অনুর্ধ্ব-১৭ ফুটবল লীগ ২০২৫-এ অংশগ্রহণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা দল গঠনের জন্য খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ ও প্রতিযোগিতা মূলক বাছাইপর্ব। আজ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক উদ্যমী তরুণ ফুটবলারের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ।
জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত এ বাছাইপর্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নজরুল ইসলাম, বাদল বড়ুয়া, ছাত্র রাকিব মনি ইফতিসহ অন্যান্য ক্রীড়ানুরাগী ও কর্মকর্তারা। জেলার অভিজ্ঞ ও খ্যাতিমান ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা এবার দল পরিচালনার দায়িত্বে রয়েছেন।