জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৭:২৩

জয়পুরহাট, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই পুনর্জাগরণ উদ্যাপন উপলক্ষে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে ছেলে ও মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতা। 

শুক্রবার সকাল সাড়ে ৬ টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে বটতলী ব্রীজ হয়ে পাকারমাথা ঘুরে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। প্রতিযোগিতায়  দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে দুই বিভাগে ১ম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকা, ২য় স্থান ১৫ হাজার টাকা, ৩য় স্থান ১০ হাজার টাকা, ৪র্থ স্থান ৫ হাজার টাকা ও ৫ম স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা করে পুরস্কার এবং অংশগ্রহনকারী সকলকে সন্মাননা ও মেডেল প্রদান করা হয়। 

জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বাসসকে জানান, জুলাই-আগস্টকে স্মরণ করে জুলাইয়ের গতিকে ধারন করা, শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ঘটানো ও কোমলমতি শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রেখে পড়াশোনার প্রতি আগ্রহ গড়ে তোলার জন্যই আমাদের এ আয়োজন। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারলে আগামীতে আমরা বাংলাদেশকে বৈষম্যবিরোধী একটি সুস্থ ও সুন্দর দেশ হিসাবে গড়ে তুলতে পারবো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০