জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৭:২৩

জয়পুরহাট, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই পুনর্জাগরণ উদ্যাপন উপলক্ষে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে ছেলে ও মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতা। 

শুক্রবার সকাল সাড়ে ৬ টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে বটতলী ব্রীজ হয়ে পাকারমাথা ঘুরে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। প্রতিযোগিতায়  দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে দুই বিভাগে ১ম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকা, ২য় স্থান ১৫ হাজার টাকা, ৩য় স্থান ১০ হাজার টাকা, ৪র্থ স্থান ৫ হাজার টাকা ও ৫ম স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা করে পুরস্কার এবং অংশগ্রহনকারী সকলকে সন্মাননা ও মেডেল প্রদান করা হয়। 

জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বাসসকে জানান, জুলাই-আগস্টকে স্মরণ করে জুলাইয়ের গতিকে ধারন করা, শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ঘটানো ও কোমলমতি শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রেখে পড়াশোনার প্রতি আগ্রহ গড়ে তোলার জন্যই আমাদের এ আয়োজন। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারলে আগামীতে আমরা বাংলাদেশকে বৈষম্যবিরোধী একটি সুস্থ ও সুন্দর দেশ হিসাবে গড়ে তুলতে পারবো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে ইতালির প্রধানমন্ত্রীর সফর স্থগিত, বাতিল নয় : বাংলাফ্যাক্ট
নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
১০