কুমিল্লায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:১৮

কুমিল্লা, ৪ আগস্ট ২০২৫ (বাসস) : কুমিল্লায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ। 

সোমবার বেলা ১২টায় কুমিল্লা ঈদগাহ মাঠে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এ সময় তিনি নতুন প্রজন্মের মধ্যে মাঠে আসার মানসিকতা গড়ে তুলতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা আমাদের প্রজন্মের জন্য খেলার মাঠ রেখে যেতে পারছিনা। এটা আমাদের ব্যর্থতা। মাঠগুলো ভরাট করে ইট-পাথরের শহর বানিয়ে ফেলছি। এর ফলে আমাদের সন্তানরা আজ ডিভাইস আসক্ত হয়ে পড়ছে।’

কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ প্রীতি ম্যাচে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক, কুমিল্লার বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা, জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ক্রীড়া ব্যক্তিত্ব এনামুল হক মনি, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, মাহি তাজওয়ার ওহি।

ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে দুটি দল অংশ নেয়। দলগুলো হলো সবুজ দল ও লাল দল। সবুজ দলের অধিনায়কত্ব করেন উদীয়মান ক্রিকেটার সাদাত হোসেন সানি, অপরদিকে লাল দলের নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার এনামুল হক মনি। উভয় দলেই জেলার বর্তমান তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়রাও অংশ নেন, যা ম্যাচটিকে বিশেষ আকর্ষণীয় করে তোলে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার আরো বলেন, ‘বর্তমানে আমাদের নতুন প্রজন্ম স্মার্টফোন, ট্যাব ও অন্যান্য ডিভাইসের উপর অতি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। এটা আমাদের জন্য এক ভয়াবহ সংকেত। আমরা নিজেরাই এর জন্য দায়ী, কারণ আমাদের সন্তানদের জন্য আমরা পর্যাপ্ত মাঠ ও খেলাধুলার সুযোগ রাখতে পারিনি। আমাদের মাঠগুলো দখল হয়ে যাচ্ছে, উন্নয়নের নামে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে।’

তিনি আরও বলেন, ‘একটি সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের মাঠে নামতে হবে। তাই প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। মাঠ সংস্কার ও সংরক্ষণেও জেলা প্রশাসন কাজ করে যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্র ও লিঙ্গসমতার ওপর গুরুত্বারোপ তারেক রহমানের
সংশোধনী আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইনে, মতামত চেয়েছে মন্ত্রণালয়
রাজশাহীর রেশম ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার
চট্টগ্রাম নগরীতে অনুমতি ছাড়া রাস্তা কাটলে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র 
রুবিওর সফর ইসরাইল-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘শক্তি’ প্রমাণ করছে : নেতানিয়াহু
বাংলাদেশে জাতিসংঘের ‘যুব ফটো কনটেস্ট’ ঘোষণা
রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ব্যালট নম্বর পেল প্রার্থীরা
কাতারে জরুরি আরব-ইসলামিক সম্মেলনে যোগ দিলেন তৌহিদ
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে নীলফামারী চ্যাম্পিয়ন
নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১০