১৪টি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৭:০১ আপডেট: : ০৯ আগস্ট ২০২৫, ১৭:০৫

ঢাকা, ৯ আগস্ট ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায়” প্রকল্পের আওতায় ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম সরাসরি এবং অবশিষ্ট ১৩টি মিনি স্টেডিয়াম ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। 

নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় ১৫০ টি মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ যথাযথ সময়ে শেষ হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহন করার পর থেকে ক্রীড়াক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কাজ করছে। তারই অংশ হিসেবে আজ ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হলো।

নবনির্মিত স্টেডিয়ামগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, মাঠগুলোতে ক্রীড়াবিদরা যেনো নিয়মিত খেলাধুলা করতে পারেন। উপজেলা পর্যায়ে মাঠগুলো ব্যবহার হলে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাওয়া সম্ভব।

উপদেষ্টা আরো বলেন, তরুণদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব সমাজের দক্ষতা বৃদ্ধি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এআই, রোবটিক্সসহ প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মডিউল প্রণয়ন করা হচ্ছে।  বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে  উদ্যোক্তা উন্নয়ন নীতিমালাকে যুগোপযোগী ভাবে প্রণয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ এ সকলের অংশগ্রহণ এবং সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

উল্লেখ্য, প্রকল্পের প্রথম পর্যায়ে জুলাই ২০১৬ হতে জুন ২০১৯ পর্যন্ত ৭৪১১.১১ লক্ষ টাকা ব্যয়ে ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন করা হয়েছে। 

প্রকল্পের দ্বিতীয় পর্যায় জুলাই ২০২১ থেকে জুন ২০২৫ মেয়াদে ১৬৪৯৩২.৫২ লক্ষ টাকা ব্যয়ে ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ চলমান রয়েছে। 

এর পাশাপাশি, এই দ্বিতীয় পর্যায়েরই একটি সংশোধিত প্রস্তাব-১ম সংশোধিত ডিপিপি- ২৮৫৫৪২.০০ লক্ষ টাকা ব্যয়ে জুলাই ২০২১ থেকে জুন ২০২৭ মেয়াদে মোট ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তাবিত হয়েছে। 

এছাড়া, প্রকল্পের তৃতীয় পর্যায়েও কাজ শুরু করার প্রস্তুতি চলছে। ১২০টি উপজেলায় ৭৪৯১৮.০০ লক্ষ টাকা ব্যয়ে জমি অধিগ্রহণ এবং অবকাঠামো নির্মাণের জন্য জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। 

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো.রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারের সময় আটক গৌতম বুদ্ধের মূর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে : ডা. তাহের
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার
গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা 
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টায় একজন আটক
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
১০