বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:০১
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালে স্বল্প পরিসরে আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এই ইউনিট উদ্ভোধন করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে বর্তমান প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল বাধা অতিক্রম করে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে এই হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর কাজ সম্পন্ন করা হবে। এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমে আসবে।

রোগীদের প্রতি আরো ভালো আচরণ করার আহ্বান জানিয়ে চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে বিএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, রোগীরা যেনো উন্নত চিকিৎসা সেবা পায় এবং তারা যেনো চিকিৎসা নিয়ে সন্তুষ্ট হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সুপার স্পেশালাইজড হাসপাতালে রেডিওলজি এন্ড ইমেজিং সংক্রান্ত যেকোনো সেবা প্রয়োজন অনুযায়ী দ্রুততার সাথে নিশ্চিত করা হবে। 

এসময় সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও বিএমইউ’র ডিন অধ্যাপক ডা. মো. সাইফ উল্লাহ মুন্সী, এ্যানেসথেসিয়া এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. মন্তোষ কুমার মন্ডল, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসান, ডা. মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১ মে ঢাকায় ‘বিশাল জনসভা’ করবে বিএনপি
ছাত্র-শিক্ষকই হলো শিক্ষার মূল অনুষঙ্গ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সম্ভাব্যতা যাচাই করছি: পরিবেশ উপদেষ্টা
অটিজম ব্যক্তি সমাজের বোঝা নয়, মানুষের জীবনের ভিন্ন বাস্তবতা : শারমীন এস মুরশিদ
চাঁদপুরে খাদ্যদ্রব্যে ভেজাল দেয়ায় ৬০ হাজার টাকা জরিমানা
নীলফামারীতে চীনের প্রস্তাবিত হাসপাতাল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন 
গৃহপরিচারিকাকে নির্যাতনের দায়ে পরীমনির বিরুদ্ধে আদালতে মামলা
মাদক বিরোধী অভিযানকালে কর্মকর্তারা ৯ মিমি পিস্তল ব্যবহার করবেন
ভবিষ্যতে বিতর্কিত কোনো ব্যক্তিকে প্রধান বিচারপতি হিসেবে দেখতে চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ 
১০