বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:০১
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালে স্বল্প পরিসরে আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এই ইউনিট উদ্ভোধন করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে বর্তমান প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল বাধা অতিক্রম করে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে এই হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর কাজ সম্পন্ন করা হবে। এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমে আসবে।

রোগীদের প্রতি আরো ভালো আচরণ করার আহ্বান জানিয়ে চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে বিএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, রোগীরা যেনো উন্নত চিকিৎসা সেবা পায় এবং তারা যেনো চিকিৎসা নিয়ে সন্তুষ্ট হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সুপার স্পেশালাইজড হাসপাতালে রেডিওলজি এন্ড ইমেজিং সংক্রান্ত যেকোনো সেবা প্রয়োজন অনুযায়ী দ্রুততার সাথে নিশ্চিত করা হবে। 

এসময় সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও বিএমইউ’র ডিন অধ্যাপক ডা. মো. সাইফ উল্লাহ মুন্সী, এ্যানেসথেসিয়া এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. মন্তোষ কুমার মন্ডল, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসান, ডা. মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০