ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার উদ্বোধন

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৭:৫৯
ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে চালু করা হলো হিটস্ট্রোক সেন্টার। 

আজ সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এই সেন্টারের উদ্বোধন করেন।

বর্তমান চলমান তাপপ্রবাহ মোকাবিলায় হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ২৫ শয্যাবিশিষ্ট এই হিটস্ট্রোক সেন্টারের উদ্বোধন করা হয়। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামুল্যে প্রদান করা হবে।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী বলেন, তাপপ্রবাহ চলাকালীন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগী সংখ্যা বেশি হলে প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো যাবে। এছাড়া তিনি উল্লেখ্য করেন, এই হাসপাতালে দ্বিতীয় তলায় আইসিইউ’র ব্যবস্থা রয়েছে। জটিলতা দেখা দিলে রোগীদের স্থানান্তরের ব্যবস্থা করা হবে। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫টি এম্বুলেন্স রয়েছে। নাগরিকগণ তাদের প্রয়োজনে ফোন করে এম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবে বলে জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। 

বর্তমানে শহরজুড়ে তাপপ্রবাহ চলছে যা ঢাকার মতো ইট, কাঠের নগরে চরম মাত্রায় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে। এ বিষয়টি বিবেচনা করে চলমান তীব্র তাপদাহ মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানাসমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণকে নির্দেশ প্রদান করেছে ডিএনসিসি প্রশাসক।  

ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯-এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই জরুরী জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। 

হিটস্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকগণ ৯৯৯-এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যাপক ইউনূসের সাথে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রধান হুমা খানের বিদায়ী সাক্ষাৎ
দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
সুপ্রশিক্ষিত আইনজীবী কার্যকর বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ : প্রধান বিচারপতি
দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে : জোনায়েদ সাকি
শেওড়াপাড়া মেট্রো স্টেশনে ৮ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেফতার
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় 
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম
খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল
বিএনপি ক্ষমতায় গেলে সংবাদমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নেবে হবে: মির্জা ফখরুল 
সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি : সমাজকল্যাণ উপদেষ্টা
১০