জাতিসংঘের জলবায়ু সংস্থায় আবারো তহবিল দেবেন ব্লুমবার্গ

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪
জলবায়ু বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ও ব্লুমবার্গ ফিলানথ্রপিসের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্যারিস চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর, বিলিয়নিয়ার মাইকেল ব্লুমবার্গ বৃহস্পতিবার তার ফাউন্ডেশনের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংস্থায় তহবিল সরবরাহে এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা ও সমাধান বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনকারী ও জনহিতকর সংস্থা ব্লুমবার্গ ফিলানথ্রপিসের প্রতিষ্ঠাতা ব্লুমবার্গের এ হস্তক্ষেপের লক্ষ্য হল, মার্কিন যুক্তরাষ্ট্র তার অবদান বন্ধ করে দেওয়ার ঘোষণা সত্ত্বেও ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএসিসিসি)-এর তহবিলে সম্পূর্ণরূপে যুক্ত থাকা নিশ্চিত করা।

যুক্তরাষ্ট্র সাধারণত ইউএনএসিসিসি সেক্রেটারিয়েটস বাজেটের ২২ শতাংশ প্রদান করে। ২০২৪-২০২৫ সালের জন্য সংস্থার পরিচালন ব্যয় ৯৬.৫ মিলিয়ন ডলার অনুমান করা হয়েছে।

২০১৭ সালে, ট্রাম্প প্রশাসনের প্যারিস চুক্তি থেকে প্রথম প্রত্যাহারের পর, ইউএনএসিসিসি-র সহায়তায় ১৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্লুমবার্গ।

বর্তমানে দ্বিতীয়বারের মতো মার্কিন ফেডারেল বিচ্ছিন্নতার ফলে সৃষ্ট শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছেন ব্লুমবার্গ।

তিনি এক বিবৃতিতে বলেন, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত, ফেডারেল নিষ্ক্রিয়তার সময়কালে, নগরী, রাজ্য, ব্যবসা প্রতিষ্ঠান এবং জনসাধারণ আমাদের জাতির প্রতিশ্রুতি রক্ষার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, এখন, আমরা আবারও সেরকম অবস্থায় প্রতিশ্রুতি রক্ষায় প্রস্তুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০