যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মেক্সিকো

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৮ আপডেট: : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম । ছবি : সংগৃহীত

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে মেক্সিকো পাল্টা শুল্কসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম।

মেক্সিকো  সিটি থেকে এএফপি  জানায়, শনিবার এক বিবৃতিতে শেনবম জানান, তিনি তার অর্থমন্ত্রীকে 'মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক ও অশুল্ক উভয় ধরনের ব্যবস্থা’ সম্বলিত ‘প্ল্যান বি’ বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন।

শেনবম 'মেক্সিকোর সরকার মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর সঙ্গে ‘অসহনীয় সম্পর্ক’ বজায় রাখছে' মর্মে ওয়াশিংটনের অভিযোগও প্রত্যাখ্যান করেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেন, ‘মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের এই অপবাদ আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।’

তিনি যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রসঙ্গ টেনে বলেন, ‘যদি কোথাও এমন কোনো সম্পর্ক থেকে থাকে, তবে তা যুক্তরাষ্ট্রের অস্ত্রের দোকানগুলোর সঙ্গে, যারা এসব অপরাধী গোষ্ঠীর কাছে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র বিক্রি করে।’

শেনবম আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার ও তাদের সংস্থাগুলো যদি সত্যিই নিজেদের দেশে ফেন্টানিলের মারাত্মক আসক্তির সমাধান করতে চাইত, তবে তারা নিজেদের প্রধান শহরগুলোর রাস্তায় মাদক বিক্রি বন্ধ করত—যা তারা করে না।’

তিনি আরও বলেন, ‘এছাড়া তারা অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করত, যা এই অবৈধ কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয় এবং যা তাদের জনগণের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
মিশ্র অর্থনৈতিক তথ্যের পর মার্কিন শেয়ারবাজারে বেশিরভাগ সূচক ঊর্ধ্বমুখী
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তুরস্কে বৈঠকে বসছে ইউরোপীয় শক্তিগুলো
রাশিয়ার স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন পুতিন
যুক্তরাষ্ট্র চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে : তেহরান
গাজার শেষ হাসপাতালটিও ইসরাইল ধ্বংস করে দিল: ‘হু’ প্রধান
মার্কিন শিশুর বিরল রোগ : 'অণু-কাঁচি' দিয়ে জিন কাটছাঁট
ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনায় তেলের দাম হ্রাস
সাবেক এফবিআই প্রধান কোমির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার হুমকির তদন্ত শুরু
গাজায় হামলায় নিহত ১২০, হামাস বলছে—আলোচনার জন্য সহায়তা প্রবেশ ‘ন্যূনতম শর্ত’
১০