চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৫:৫৫

চট্টগ্রাম, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে মো. নূর হোসেন সাদ্দাম (২৬) প্রকাশ রিয়াদ নামে ১৬ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। 

সোমবার (৭ জুলাই)  র‌্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নূর হোসেন ফেনী সদরের পশ্চিম চনুয়া এলাকার নূর মোহাম্মদ প্রকাশ নূর আহমদের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নূর হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের পাহাড়তলী, হালিশহর, ডবলমুরিং, ফেনীর সদর ও ফুলগাজী এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মোট ১৬টি মামলা রয়েছে। 

এসব মামলায় তার বিরুদ্ধে ডাকাতি, চুরি এবং মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। 

এছাড়া ফেনী সদর মডেল থানার একটি চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নূর হোসেনকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দোকান পুড়ে ছাই
সুনামগঞ্জের হাওরে বিপন্ন দেশি মাছের প্রজন্ম 
সুনামগঞ্জের হাওরে বিপন্ন দেশি মাছের প্রজন্ম 
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭
কচুয়া উপজেলার প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
পুরোনো ভিডিও দিয়ে ডাকসু নিয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুল রিমান্ডে
শুল্ক নিয়ে দ্রুত রায় দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন
শিশুর বিকাশে তার সিদ্ধান্তকে বিবেচনায় নেয়া জরুরি
১০