চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৫:৫৫

চট্টগ্রাম, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে মো. নূর হোসেন সাদ্দাম (২৬) প্রকাশ রিয়াদ নামে ১৬ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। 

সোমবার (৭ জুলাই)  র‌্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নূর হোসেন ফেনী সদরের পশ্চিম চনুয়া এলাকার নূর মোহাম্মদ প্রকাশ নূর আহমদের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নূর হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের পাহাড়তলী, হালিশহর, ডবলমুরিং, ফেনীর সদর ও ফুলগাজী এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মোট ১৬টি মামলা রয়েছে। 

এসব মামলায় তার বিরুদ্ধে ডাকাতি, চুরি এবং মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। 

এছাড়া ফেনী সদর মডেল থানার একটি চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নূর হোসেনকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার সকল জিম্মিকে ফিরিয়ে নেয়ার আশা নেতানিয়াহুর
ইসরাইলি হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ৫৭
মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা
মোগাদিশুতে বিস্ফোরণ ও গোলাগুলি, আল-শাবাব দায় স্বীকার
দুর্ঘটনায় আহত বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. রফিককে দেখতে গেলেন রিজভী
শিক্ষকদের অংশগ্রহণে ঝিনাইদহে শিক্ষক দিবসের শোভাযাত্রা
কুয়াকাটায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই
হিলি বন্দরে কাঁচা মরিচের আমদানি বাড়ায় দাম কমেছে
মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক
ভারতের ৩টি রাজ্যে কাশির সিরাপ নিষিদ্ধ 
১০