ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : তেহরান ৬ জুলাইয়ের মধ্যে কাগজ পত্রবিহীনদের ইরান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর গত জুন মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান নাগরিক ইরান থেকে নিজ দেশে ফিরেছেন।
জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি সোমবার একথা জানিয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক মুখপাত্র এএফপি’কে জানিয়েছেন, গত ১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ৪ লাখ ৪৯ হাজার ২১৮ জন আফগান নাগরিক ইরান থেকে নিজ দেশে ফিরে গেছেন।
তিনি আরো বলেন, এ বছর এখন পর্যন্ত মোট ৯ লাখ ৬ হাজার ৩শ’ ২৬ জন আফগান নাগরিক ইরান ছেড়েছেন।