দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে পাখি সনাক্তকরণ ক্যামেরা, রাডার স্থাপনের নির্দেশ

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, দেশের সমস্ত বিমানবন্দরে পাখি সনাক্তকরণ ক্যামেরা এবং রাডার স্থাপনের নির্দেশ দেওয়া হবে। জেজু বিমান দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত ২৯ ডিসেম্বর বোয়িং ৭৩৭-৮০০ বিমান ১৮১ জন যাত্রী এবং ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুয়ানে যাচ্ছিল। পথিমধ্যে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করে। অবতরণের চেষ্টাকালে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়।

দক্ষিণ কোরিয়ার মাটিতে এটি ছিল সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। 

দুর্ঘটনার সময়, পাইলট প্রথম অবতরণের প্রচেষ্টা থেকে বেরিয়ে আসার আগে পাখির ধাক্কার বিষয়ে সতর্ক করছিলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ল্যান্ডিং গিয়ারটি বের না হওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়।

দক্ষিণ কোরিয়ার এবং মার্কিন তদন্তকারীরা এখনও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। এই দুর্ঘটনায় দেশজুড়ে জাতীয় শোক পালনের মাধ্যমে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে।

নতুন পরিকল্পনায় বিমানবন্দরগুলোর একটি দেশব্যাপী বিশেষ নিরাপত্তা পরিদর্শনের অংশ হিসাবে ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে জেলা পুলিশের “সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
১০