বরগুনায় নদী ভাঙন থেকে বিদ্যালয় রক্ষায় উদ্যোগ

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৩:২৫
ছবি : বাসস

বরগুনা, ১৬ মে, ২০২৫ (বাসস) : জেলার বিষখালী নদীর ভাঙন কবলিত ডালভাঙা বিএম মাধ্যমিক বিদ্যালয় ও ডালভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি রক্ষায় উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড(পাউবো)।

১৯৫২ সালে ডালভাঙা বিএম মাধ্যমিক ও ১৯৪২ সালে ডালভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি বিষখালী নদীতীরে দুই একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। সিডর, আইলা, মহাসেনসহ বিভিন্ন ঘূর্ণিঝড়ের কবলে নদী ভেঙে এখন জমির পরিমাণ এক একরে গিয়ে ঠেকেছে। বিদ্যালয় দুটিতে প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী পড়ালেখা করে। প্রতি বছর কোনও না কোনও দুর্যোগে ভাঙছে নদী। নদী ভাঙনে বিদ্যালয় দুটির আশপাশে অর্ধশত বসতঘর ও বিস্তীর্ণ জনপথ বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকি থাকায় বিদ্যালয় দুটির আশপাশের লোকজন বসতভিটা ভেঙে অন্যত্র আশ্রয় নিয়েছেন। স্থানীয়রা জানান, স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যেতে পারে বিদ্যালয় দুটি। তিন থেকে চার কিলোমিটারের মধ্যে অন্য আর কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। 

এতে বিদ্যালয় দুটি বিলীন হয়ে গেলে ভেঙে পড়বে এখানকার শিক্ষা ব্যবস্থা।

ডালভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, নদী বিদ্যালয় থেকে অনেক দূরেই ছিল। বিদ্যালয় দুটি বিষখালী নদীর তীরবর্তী হওয়া প্রতি বছর ভাঙতে ভাঙতে একদম কাছে চলে আসছে। 

বর্ষাকালে সাধারণ জোয়ারের পানিতে বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটে, অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয় পাঠাতে নিরাপদ মনে করেন না।

ডালভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র বলেন, যখনই একটু ঝড় জলোচ্ছাস হয় তখনই পানিতে তলিয়ে যায়। হয়তো আর এক বছরের মধ্যে বিদ্যালয় দুটি নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের জেলা কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ইকবাল মেহেরাজ জানিয়েছেন, ইতিমধ্যে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে ওই এলাকায় জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ডালভাঙায় দুটি বিদ্যালয়ই নদী ভাঙনের অতি সন্নিকটে- এটা শোনার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। 

পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও পর্যবেক্ষণ করেছেন। ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: শফিকুল আলম
সাগর থেকে মেঘনা-তেতুলিয়ায় আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে ব্যস্ত জেলেরা
বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিকট বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের
নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১ : পুলিশ
১০