ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৯

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার বলেছেন,  ফ্রান্সে আটক এক ইরানি নারীর জন্য ইরানে ফরাসি বন্দীদের বিনিময়ের চুক্তি কাছাকাছি পর্যায়ে রয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রস্তাবিত বিনিময় চুক্তিতে  মাহদিহ এসফান্দিয়ারি নামে একজন ইরানি নারীকে জড়ানো হয়েছে। ওই নারী ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

আরাঘচি বিস্তারিত কিছু না বলে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা প্রচুর তৎপরতা চালিয়েছি এবং আমি এখন বলতে পারি যে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে ইরানে ফরাসি বন্দীদের বিনিময় এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে’। 

ইরান বারবার তার মুক্তির দাবি জানিয়েছে। ইরান যুক্তি দিয়ে বলেছে, তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।

দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার এবং জ্যাক প্যারিসকে আটকের ঘটনায় ফ্রান্স আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তেহরানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

৪০ বছর বয়সী কোহলার এবং ৭০ বছর বয়সী প্যারিসকে ২০২২ সালের ৭ মে গ্রেপ্তার করা হয়েছে এবং ইরানের চিরশত্রু ইসরাইলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাদের পরিবার তাদের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ বলে বর্ণনা করেছে।

ইরানে বর্তমানে আটক প্রায় ২০ জন ইউরোপীয়ের মধ্যে কোহলার এবং প্যারিস রয়েছেন।

তাদের মধ্যে একজন ফ্রাঙ্কো-জার্মান কিশোরও রয়েছে। ওই কিশোর ১৬ জুন ইসরাইলের সাথে ইরানের সংক্ষিপ্ত যুদ্ধের সময় ইউরোপ থেকে এশিয়া সাইকেল ভ্রমণের সময় দেশটিতে নিখোঁজ হয়ে যায় এবং পরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুন্সীগঞ্জে সেফটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ
ডেনমার্ক ৯.১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে
প্রতি মাসে আড়াই কোটি টাকার কাঁচা মরিচ বিক্রি হয় নওগাঁর মোমনিপুর হাটে
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৮০৯
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক
সিলেটে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
আইএমও কাউন্সিলে সমর্থনের প্রত্যাশায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নৈশভোজ
রাজধানীতে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন এসআই 
দিনাজপুরের বীরগঞ্জ বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা
টি-টোয়েন্টিতে ৫০ উইকেট ক্লাবে রিশাদ
১০