১৩ ওভারের ম্যাচ জিতে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।

গত রাতে বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা বৃষ্টি আইনে ১৪ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

বৃষ্টির কারণে কার্ডিফে অনুষ্ঠিত ম্যাচটি ৯ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ দশমিক ৫ ওভার ব্যাট করতে পারে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে আর ব্যাট করার সুযোগ পায়নি প্রোটিয়ারা। বৃষ্টির আগ পর্যন্ত  ৫ উইকেটে ৯৭ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়ক আইডেন মার্করাম ১৪ বলে ২৮, ডেওয়াল্ড ব্রেভিস ১০ বলে ২৩, ডোনোভান ফেরেইরা ১১ বলে অপরাজিত ২৫ ও ট্রিস্টান স্টাবস ৬ বলে ১৩ রান করেন। ইংল্যান্ডের লুক উড ২২ রানে ২ উইকেট নেন।

বৃষ্টি আইনে জয়ের জন্য ৫ ওভারে ৬৯ রানের টার্গেট পায় ইংল্যান্ড। কিন্তু ওপেনার জশ বাটলার ছাড়া আর কোন ব্যাটার দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়তে না পারায় জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি ইংল্যান্ড। ৫ ওভারে ৫ উইকেটে ৫৪ রান করে ইংলিশরা।

বাটলার ১১ বলে ২৫ রান করেন। ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে শেষ দিকে ৩ বলে ১০ রান করে দলকে রক্ষা করতে পারেননি স্যাম কারান।

দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ও কর্বিন বশ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ফেরেইরা।

আগামীকাল ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাস্থ্য কৌশল আরও জোরদার করার আহ্বান এডিবি’র
শেখ হাসিনার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে: কাঠমান্ডু কনফারেন্সে নাজমুল হাসান
প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা
পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কাজে ফেরার নির্দেশ, অনিয়ম তদন্তে কমিটি গঠন
নতুন জ্ঞানের সন্ধান পেতে হলে গবেষণার সাহায্য নিতে হবে : চুয়েট ভিসি
১০