হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নিউজ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, হাইকোর্ট বিভাগের বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের অনুসন্ধান কার্যক্রমের প্রেক্ষাপটে ৩১ আগস্ট তিনি পদত্যাগপত্র জমা দেন। ২৬ আগস্টের এক নিউজ আপডেটে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে বিচারপতি আক্তারুজ্জামানের বিষয়ে চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে। গত ২ সেপ্টেম্বর একইভাবে হাইকোর্ট বিভাগের বিচারক মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বিষয়ে চূড়ান্ত শুনানির দিন ধার্য ছিল।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠনের পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কাউন্সিল কার্যক্রম শুরু করে। কাউন্সিলের অপর দুই সদস্য হলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

কাউন্সিল কার্যক্রম শুরুর পর হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে জমা দেন এবং ১৯ নভেম্বর তাদের পদত্যাগ গৃহীত হয়।

২০২৪ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতির বিষয়ে অভিযোগের প্রেক্ষাপটে প্রধান বিচারপতি তাদের বেঞ্চ প্রদান স্থগিত করেন। এরমধ্যে বিচারপতি শাহেদ নূরউদ্দিন গত ৩০ জানুয়ারি পদত্যাগ করেন। আর বিচারপতি মো. আমিনুল ইসলাম ও এস এম মাসুদ হোসেন দোলন স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি। 

বিচারপতি মো. আতাউর রহমান খান ও আশীষ রঞ্জন দাস এরই মধ্যে অবসর নিয়েছেন। এছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত শেষে রাষ্ট্রপতি দু’জন বিচারপতিকে অপসারণ করেন। তারা হলেন খিজির হায়াত (১৮ মার্চ) ও খোন্দকার দিলীরুজ্জামান (২১ মে)। অপর পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে নিহত ৬
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি
নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে দায়িত্বশীল থাকার আহ্বান এফবিসিসিআই'র
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু
আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান 
ইসলামিক সলিডিরাটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত
শেরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৪০০ মামলা
১০