ময়মনসিংহে হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৯:৫৭

ময়মনসিংহ, ২২ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ গৌরীপুরের জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০) নামের দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০) পরস্পর আপন ভাই। তারা জেলার  গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের  ছেলে।

রায় ঘোষনাকালে পলাতক দুই আসামি সেন্টু ও রকি আদালতে অনুপস্থিত ছিলেন।  

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন হাসিব আহামদ মাহবুবুল আলম এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. আকরাম হোসেন।

আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার গৌরীপুর উপজেলার পাটবাজারের টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে দোকানির সঙ্গে আসামি সেন্টু ও রকির বাকবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করেন দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু। এ সময় এলবার্ট ডেবিট রকি ও তার ভাই সেন্টুর সঙ্গে মিঠুর তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে সেন্টু ধারালো চাকু দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় মিঠুকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন নিহত জহিরুল ইসলাম মিঠুর বাবা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে বুধবার আদালত রায় ঘোষণা করেন। ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস তার রায়ে এলবার্ট ডেবিট রকি ও এলবার্ট ডেবিট সেন্টু দু’জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০