ড্যারিয়েন জঙ্গল মার্কিন অভিবাসীদের জন্য অভিবাসন করিডোর নয় : পানামা 

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৪:৪৬

ঢাকা, ১৪ মার্চ ২০২৫ (বাসস) : পানামার প্রেসিডেন্ট  হোসে রাউল মুলিনো বৃহস্পতিবার বলেছেন, কলম্বিয়া ও পানামার মধ্যবর্তী ভয়ঙ্কর ড্যারিয়েন জঙ্গল আর মার্কিন অভিবাসীদের জন্য অভিবাসন করিডোর নয়।

পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন কঠোর ব্যবস্থার কারণে দক্ষিণ আমেরিকা থেকে উত্তরে অভিবাসীদের সংখ্যা কমে যাওয়ার পর পানামার প্রেসিডেন্ট  হোসে রাউল মুলিনো বৃহস্পতিবার এ  মন্তব্য করেন।

মুলিনো এক সংবাদ সম্মেলনে বলেন, ’আমরা ২০১৬ সালে শুরু হওয়া একটি আন্দোলনের অবসান ঘটিয়েছি, যখন দক্ষিণ ও মধ্য আমেরিকার মধ্যে স্থলপথে অভিবাসন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল।’

গত তিন বছরে দ্রুত প্রবহমান নদী ও বন্য প্রাণীর বিপদ সত্ত্বেও দশ লাখেরও বেশি মানুষ ড্যারিয়েন জঙ্গলের মধ্য দিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিয়েছে।

কিন্তু এক বছর আগেও হাজার হাজার অভিবাসী প্রতি মাসে ডারিয়েন নদী পার হয়ে উত্তর দিকে যেত। 

মুলিনোর মতে, মাত্র কয়েক ডজন অভিবাসী একই  রুট ব্যবহার  করছে।

তিনি বলেন, এটি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে কমেছে। 

ফলে, পানামার সরকার আগত অভিবাসীদের গ্রহণের জন্য জাতিসংঘের সংস্থাগুলোর সহায়তায় স্থাপিত শিবিরগুলো ভেঙে ফেলা শুরু করেছে।

মুলিনো সতর্ক করে বলেন, ‘আমরা ডারিয়েন এলাকায় আর কোনও অভিবাসীকে প্রবেশ করতে দেব না।’

গত বছর নির্বাচনী প্রচারণার সময় এই রুটটি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী মাসে চট্টগ্রাম-মোংলা রুটে কন্টেইনার জাহাজ চলাচল শুরু
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
১০