মালিতে বোমা বিস্ফোরণে জান্তাপন্থী সশস্ত্র গোষ্ঠীর দুই সদস্য নিহত

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:২৫

ঢাকা, ২৩ মার্চ, ২০২৫ (বাসস) : মালিতে বোমা বিস্ফোরণে জান্তাপন্থী সশস্ত্র গোষ্ঠীর দু’জন সদস্য নিহত হয়েছে। ক্ষমতাসীন জান্তার মিত্র একটি সশস্ত্র গোষ্ঠীর দুই সদস্য শনিবার তাদের মোটরবাইক একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের সাথে ধাক্কায় নিহত হন। উক্ত গোষ্ঠীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ডাকার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রধান শহর মেনাকা থেকে জারি করা উক্ত বিবৃতিতে বলা হয়েছে, নিহত দুই ব্যক্তি দেশটির উত্তর-পূর্বে মুভমেন্ট ফর দ্য স্যালভেশন অফ আজওয়াদ (এমএসএ) এর সদস্য ছিলেন। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, তারা মেনাকার উদ্দেশ্যে রওনা হওয়া খাদ্য পরিবহনের একটি যানবাহনে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন। দলটি মালির সশস্ত্র বাহিনীর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

আজওয়াদ হল দেশের উত্তরে বিচ্ছিন্নতাবাদীদের দাবি করা একটি অঞ্চলের নাম। 

২০২৩ সালের নভেম্বরে রাশিয়ার ভাড়াটেদের সহায়তায় পরিচালিত সেনাবাহিনীর কাছে কিডালে পরাজিত হয়ে বিদ্রোহীরা আরও উত্তরে আলজেরিয়ান সীমান্তের দিকে পিছু হটে। যেখান থেকে তারা তাদের আক্রমণ শুরু করে।

২০১২ সাল থেকে, মালি একটি গভীর নিরাপত্তা সংকটের কবলে পড়েছে যার বেশিরভাগই আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত সশস্ত্র জিহাদিদের পাশাপাশি অপরাধী চক্র কর্তৃক পরিচালিত হচ্ছে। 

২০২০ এবং তারপর ২০২১ সালে অভ্যুত্থানের পর সাহেল দেশটি সামরিক জান্তা দ্বারা পরিচালিত হচ্ছে।  যারা শৃঙ্খলা পুনরুদ্ধার এবং সহিংস ইসলামপন্থীদের দমনের প্রতিশ্রুতি দিয়েছে। 

কিন্তু জিহাদি হামলা জাতিকে সমস্যায় ফেলছে। যদিও জান্তা দাবি করছে যে তাদের সামরিক অভিযান বৃদ্ধি এবং রাশিয়ার সাথে নিরাপত্তা সহযোগিতার দিকে ঝুঁকে পড়া পরিস্থিতি উল্টে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নগদকে বেসরকারিকরণ করবে সরকার: বাংলাদেশ ব্যাংক গভর্নর
বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আহত ৮ পুলিশ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন স্থানে অভিযান
বালুখেকোদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ  উপদেষ্টা
স্পেনকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান নির্মাতা পেদ্রোর
বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে
নিহার রঞ্জন হাওলাদারের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ
নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
ডিবি প্রধান হলেন মো. শফিকুল ইসলাম
মিনি কোল্ড স্টোরেজ কৃষকের ক্ষতি কমাবে : কৃষি উপদেষ্টা
১০