মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২, আহত ৪

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:০৬

ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর মেক্সিকোতে রোববার নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি সান্তিয়াগো এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে বনে আগুন লেগে যায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জেলা নাগরিক সুরক্ষা পরিচালক এরিক কাভাজোস জানিয়েছেন, নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি সান্তিয়াগো এলাকায় ১৬ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ট্রাক পাহাড়ি রাস্তা থেকে ৪’শ ফুট নিচে খাদে পড়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। 

কাভাজোস আরো জানান, পিকআপ ট্রাকে আরোহীদের মধ্যে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে এক নাবালকের মৃত্যু হয়।

সান্তিয়াগোর পৌরসভার সভাপতি ডেভিড দে লা পেনা বলেছেন, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে যে বাহনটি পড়ে যাওয়ার ফলে বনে আগুন লেগেছিল যা পরে নিয়ন্ত্রণে আনা হয়।

গত ১১ মার্চ, মেক্সিকোর উত্তর ও দক্ষিণে দুটি হাইওয়ে দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়। এছাড়াও, এই বছরে গত ৮ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ক্যাম্পেচে রাজ্যে একটি পণ্যবাহী ট্রাক এবং একটি যাত্রীবাহী বাসের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে বহুগুণ বেড়েছে। যার অধিকাংশই সাধারণত পণ্যবাহী ট্রাক দুর্ঘটনা। এর প্রধান কারণ হল যানবাহনের খারাপ অবস্থা এবং বেপরোয়া গতি বা চালকের ক্লান্তি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার
তরুণদের স্বপ্নবান ও দূরদৃষ্টিসম্পন্ন হতে প্রধান উপদেষ্টার আহ্বান
কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার
ময়মনসিংহে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি
যশোরের কেশবপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির
সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
১০