গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৬:৩২

ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (বাসস): গাজার একটি হাসপাতালে রোববার ইসরাইলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর একজন জ্যেষ্ঠ সদস্য চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। হামাসের একটি সূত্র বিষয়টি নিশ্চত করেছে। অপরদিকে ইসরাইল বলেছে, তারা একজন ‘শীর্ষ সন্ত্রাসীকে’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের সূত্রটি জানিয়েছে, ‘ইসরাইলি সেনাবাহিনী হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুমকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘যুদ্ধবিমানগুলো খান ইউনিসের নাসের হাসপাতালের অপারেটিং রুমে বোমা হামলা চালিয়েছে। গত মঙ্গলবার ভোরে খান ইউনিসে বারহুমের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর ইসরাইল পুনরায় গাজায় বিমান হামলা চালানোর পর থেকে বারহুমসহ হামাসের রাজনৈতিক ব্যুরোর চারজন সদস্য নিহত হয়েছেন।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘বারহুমকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।’

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গোয়েন্দা তথ্য সংগ্রহের পর ‘সুনির্দিষ্ট অস্ত্র’ দিয়ে হাসপাতালে হামলা করেছে।

তারা জানিয়েছে, ‘তাদের লক্ষ্য ছিল নাসের হাসপাতালের কম্পাউন্ডের ভেতরে সন্ত্রাসী সংগঠন হামাসের একজন গুরুত্বপূর্ণ সদস্য।’

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরাইলি বাহিনী নাসের মেডিকেল কমপ্লেক্সের ভেতরে সার্জারি ভবন লক্ষ্য করেছে, যেখানে অনেক রোগী ও আহত ব্যক্তি ছিলেন। ঘটনাস্থলে বড় ধরনের আগুনও লেগেছে।’

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় একজন নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন, যার মধ্যে কিছু স্বাস্থ্যকর্মীও রয়েছেন। পুরো বিভাগটি খালি করা হয়েছে।

গতকাল রোববার হামাস জানিয়েছিল, আগের দিন খান ইউনিসের কাছে ইসরাইলি বিমান হামলায় তাদের রাজনৈতিক ব্যুরোর একজন জ্যেষ্ঠ সদস্য সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন। ৬৫ বছর বয়সী বারদাউইল তার স্ত্রীসহ আল-মাওয়াসির একটি তাঁবুতে নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে টিকা পাবে : স্বাস্থ্য অধিদফতর
রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার
তরুণদের স্বপ্নবান ও দূরদৃষ্টিসম্পন্ন হতে প্রধান উপদেষ্টার আহ্বান
কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার
ময়মনসিংহে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি
যশোরের কেশবপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির
সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
১০