চিলির দক্ষিণাঞ্চলে দাবানল

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৫:২৩

ঢাকা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস) : চিলির দক্ষিণাঞ্চলে সোমবার প্রবল বাতাসের কারণে কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে হাজার হাজার হেক্টর এলাকার বনজঙ্গল ও কৃষিজমি ধ্বংস ও বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান্তিয়াগো থেকে এএফপি এ খবর জানায়।  কর্তৃপক্ষ হতাহতের কোনো খবর দেয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিজালদে সান্তিয়াগোতে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা একটি অত্যন্ত জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছি এবং এই আগুন মোকাবিলায় সম্পদের পাশাপাশি সমস্ত ব্রিগেডকে একত্রিত করা হয়েছে।’

রোববার বিকেলে শুরু হওয়া ও প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে নুবল, বায়োবিও, আরাউকানিয়া এবং লস রিওস অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুন্টা অ্যারেনাসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, ‘আমি পুরো সরকারকে একত্রিত হতে বলেছি এবং আমরা ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের পাশে আছি।’ 

তিনি বলেন, ২৭টি ভিন্ন ভিন্ন দাবানলের সাথে লড়াই করতে প্রায় ১০০ জনকে অস্থায়ী আবাসন দিতে হয়েছে।

বন বিভাগ ও জাতীয় দুর্যোগ প্রতিরোধ পরিষেবা (সেনাপ্রেড) জানিয়েছে, ৪ হাজার হেক্টরেরও বেশি জমি আগুনে পুড়ে গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে চিলির দক্ষিণাঞ্চল গ্রীষ্মকালে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে, যা বনাঞ্চল ও শহরাঞ্চল উভয়কেই ক্ষতিগ্রস্ত করেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে সান্তিয়াগোর উত্তর-পশ্চিমে অবস্থিত ভিনা দেল মার নগরীর চারপাশে একসাথে বেশ কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়লে এতে ১৩৭ জন মারা যায় এবং সমগ্র এলাকা পুড়ে যায়। সাম্প্রতিক ইতিহাসে ওই দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০