চিলির দক্ষিণাঞ্চলে দাবানল

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৫:২৩

ঢাকা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস) : চিলির দক্ষিণাঞ্চলে সোমবার প্রবল বাতাসের কারণে কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে হাজার হাজার হেক্টর এলাকার বনজঙ্গল ও কৃষিজমি ধ্বংস ও বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান্তিয়াগো থেকে এএফপি এ খবর জানায়।  কর্তৃপক্ষ হতাহতের কোনো খবর দেয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিজালদে সান্তিয়াগোতে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা একটি অত্যন্ত জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছি এবং এই আগুন মোকাবিলায় সম্পদের পাশাপাশি সমস্ত ব্রিগেডকে একত্রিত করা হয়েছে।’

রোববার বিকেলে শুরু হওয়া ও প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে নুবল, বায়োবিও, আরাউকানিয়া এবং লস রিওস অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুন্টা অ্যারেনাসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, ‘আমি পুরো সরকারকে একত্রিত হতে বলেছি এবং আমরা ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের পাশে আছি।’ 

তিনি বলেন, ২৭টি ভিন্ন ভিন্ন দাবানলের সাথে লড়াই করতে প্রায় ১০০ জনকে অস্থায়ী আবাসন দিতে হয়েছে।

বন বিভাগ ও জাতীয় দুর্যোগ প্রতিরোধ পরিষেবা (সেনাপ্রেড) জানিয়েছে, ৪ হাজার হেক্টরেরও বেশি জমি আগুনে পুড়ে গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে চিলির দক্ষিণাঞ্চল গ্রীষ্মকালে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে, যা বনাঞ্চল ও শহরাঞ্চল উভয়কেই ক্ষতিগ্রস্ত করেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে সান্তিয়াগোর উত্তর-পশ্চিমে অবস্থিত ভিনা দেল মার নগরীর চারপাশে একসাথে বেশ কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়লে এতে ১৩৭ জন মারা যায় এবং সমগ্র এলাকা পুড়ে যায়। সাম্প্রতিক ইতিহাসে ওই দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
১০