দারফুরে সেনাবাহিনীর হামলায় কয়েকশ’ মানুষ নিহত

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:৫২

ঢাকা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস): সুদানের দারফুর অঞ্চলের একটি বাজারে বিমান হামলায় কয়েকশ’ মানুষ নিহত হয়েছে। সুদানের যুদ্ধ পর্যবেক্ষক দল মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলে ওই হামলার জন্যে সেনাবাহিনীকে দায়ী করেছে। 

খার্তুম থেকে এএফপি এ খবর জানায়।

সুদানের প্রায় দুই বছরের গৃহযুদ্ধে উভয় পক্ষের নৃশংসতার তথ্যচিত্র তৈরি করেছে স্বেচ্ছাসেবক আইনি পেশাদারদের একটি জরুরি আইনজীবী দল (ইমারজেন্সি ল ইয়ারর্স গ্রুপ)। দলটি  জানিয়েছে, সেনাবাহিনী বিমান হামলা চালিয়ে এসব নাগরিককে হত্যা করেছে এবং গুরুতর আহত করেছে বেশ কিছু লোক।’

তবে, কখন এই হামলা হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে জানায়নি।

দারফুরে টেলিযোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এএফপি নিশ্চিত করে নিহতের সংখ্যা জানাতে পারেনি। 

সেনাবাহিনী এই হামলা সম্পর্কিত তাৎক্ষণিক মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি।

দারফুরের প্রায় পুরো অঞ্চল আরএসএফ-এর নিয়ন্ত্রণে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার সেখানে  ‘গণহত্যার’ অভিযোগ এনে এর জন্যে সেনাবাহিনীকে দায়ী করেছে।

বিশাল দারফুর অঞ্চলে বেসামরিক এলাকায় ব্যারেল বোমা হামলা, দুর্ভিক্ষ পীড়িত বাস্তুচ্যুত শিবিরে আধা-সামরিক বাহিনীর হামলা এবং ব্যাপক জাতিগত সহিংসতাসহ যুদ্ধের সবচেয়ে ভয়াবহতার মুখোমুখি হয়েছে।

আধাসামরিক বাহিনী দারফুরে অত্যন্ত সজ্জিত ড্রোন মোতায়েন করে থাকে। তবে, সেনাবাহিনী আকাশে যুদ্ধবিমান দিয়ে অঞ্চলজুড়ে আরএসএফ অবস্থানগুলোয় নিয়মিত হামলা চালিয়ে তাদের আধিপত্য বজায় রেখেছে।

২০২৩ সালের এপ্রিল মাস থেকে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স(আরএসএফ)-এর সাথে সেনাবাহিনী লড়াই করে আসছে। যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, ১ কোটি ২০ লক্ষাধিক লোককে বাস্তুচ্যুত করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে টিকা পাবে : স্বাস্থ্য অধিদফতর
রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার
তরুণদের স্বপ্নবান ও দূরদৃষ্টিসম্পন্ন হতে প্রধান উপদেষ্টার আহ্বান
কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার
ময়মনসিংহে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি
যশোরের কেশবপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির
সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
১০