পশ্চিম তীরে অস্কার বিজয়ী ফিলিস্তিনিকে আটকের পর মুক্তি দিল ইসরাইল  

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১০:১৮

ঢাকা, ২৬ মার্চ, ২০২৫ (বাসস) : ইসরাইলি পুলিশ মঙ্গলবার অস্কারজয়ী ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা হামদান বল্লালকে মুক্তি দিয়েছে। একদিন আগে গত সোমবার অবরুদ্ধ পশ্চিমতীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় ইসরাইলি বসতি স্থাপনকারীদের দ্বারা মারাত্মক মারধরের শিকার হন তিনি। 

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর ফিলিস্তিনি সহপরিচালক হামদান বল্লালের সাথে কাজ করা বাসেল আদ্রা, এক্স-এ বল্লালের মুক্তির পর তার শার্টে রক্তের দাগসহ একটি ছবি পোস্ট করেছেন।

এএফপিটিভির একটি ভিডিওতে বল্লাল বলেন, ’অস্কার জেতার পর, আমি আশা করিনি যে এই ধরনের আক্রমণের মুখোমুখি হব,’।

’এটি আমার ওপর খুব শক্তিশালী হামলা ছিল এবং লক্ষ্য ছিল হত্যা করা, তিনি বলেন।

ইসরাইলি সেনাবাহিনীর মতে, সোমবার দক্ষিণ পশ্চিম তীরের সুসিয়া গ্রামে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের সময় ’পাথর নিক্ষেপ’ করার অভিযোগে তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

সামরিক বিবৃতিতে বলা হয়েছে, এর পর, ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে পারস্পরিক পাথর নিক্ষেপের মাধ্যমে একটি সহিংস সংঘর্ষ শুরু হয়। 

গ্রামটি মাসাফের ইয়াত্তার কাছে অবস্থিত, হেব্রন শহরের দক্ষিণে অবস্থিত একটি গ্রাম যেখানে ’নো আদার ল্যান্ড’ অবস্থিত।

এ বছরের একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা তথ্যচিত্র বিভাগে জয়ী হয় ‘নো আদার ল্যান্ড’। তথ্যচিত্রটি মাসাফের ইয়াত্তায় ইসরাইলি সেনা এবং বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার গল্প রয়েছে। এই এলাকাটিকে ইসরাইল ১৯৮০-এর দশকে একটি সীমাবদ্ধ সামরিক অঞ্চল ঘোষণা করেছিল। 

পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বল্লালকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে যে তিনজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে যে ’পাথর নিক্ষেপ, সম্পত্তির ক্ষতি এবং আঞ্চলিক নিরাপত্তা বিপন্ন করার সন্দেহে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

বল্লাল বলেন, একজন বসতি স্থাপনকারী তার ওপর আক্রমণ করেছে। সে আমার সারা শরীরে আঘাত করছিল এবং যখন সে আমাকে আঘাত করছিল তার সাথে একজন সৈনিকও ছিল।

এই বছরের একাডেমি পুরষ্কারের সেরা তথ্যচিত্রটি মাসাফের ইয়াত্তায় ইসরায়েলি সেনা এবং বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার গল্প বলেছে - এই এলাকাটিকে ইসরায়েল ১৯৮০-এর দশকে একটি সীমাবদ্ধ সামরিক অঞ্চল ঘোষণা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাইবান্ধায় ট্রাক চাপায় দুইজন নিহত
সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামকে যেভাবে লালন করছেন ভোলাবাসী
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আপত্তির শুনানি গ্রহণ করছে ইসি
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
১০