পানামা সরকার সাবেক প্রেসিডেন্টকে নিকারাগুয়ায় যাওয়ার অনুমতি দিয়েছে

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১০:৫৬

ঢাকা, ২৮ মার্চ, ২০২৫ (বাসস): পানামা সরকার দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলিকে নিরাপদে দেশ ত্যাগের অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার নিকারাগুয়ান দূতাবাসে আশ্রয় প্রার্থনার এক বছরেরও বেশি সময় পর এ অনুমতি দেওয়া হলো। 

পানামা সিটি থেকে এএফপি এ খবর জানায়।

পররাষ্ট্রমন্ত্রী জাভিয়ের মার্টিনেজ-আচা সাংবাদিকদের বলেছেন, ২০২৩ সালে অর্থ পাচারের অভিযোগে প্রায় ১১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মার্টিনেলিকে নিকারাগুয়া ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, অনুমতি সম্পূর্ণ মানবিক কারণেই মঞ্জুর করা হয়েছে। কারণ, এই অনুমতি তাকে বর্তমানের চেয়ে আরো অনুকূল পরিস্থিতিতে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। 

মার্টিনেজ-আচা আরো বলেছেন, ডানপন্থী প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর মিত্র মার্টিনেলি এই অনুমতির ফলে চিকিৎসা সেবা পাবেন। ফলে তার জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

৭৩ বছর বয়সী মার্টিনেলি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। একটি প্রকাশনা সংস্থার অংশীদারিত্ব কিনতে সরকারি অর্থ আত্বসাত করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।

রাজনৈতিক নিপীড়নের শিকার দাবি করা মার্টিনেলি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কিছুক্ষণ আগে নিকারাগুয়ার দূতাবাসে আশ্রয় নেন।

২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে তিনিই জরিপে সবচেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু তাকে অযোগ্য ঘোষণা করা হয় এবং তার সহকর্মী মুলিনোকে তার স্থলাভিষিক্ত করা হয় ।

প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কোটিপতি ব্যবসায়ী মার্টিনেলির বিরুদ্ধে একাধিক দুর্নীতি কেলেঙ্কারির তদন্ত চলছে।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মার্টিনেলি বলেন, ’আমার ছেলে, পরিবার এবং প্রিয়জনদের সাথে, আমি নিকারাগুয়ায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছি’। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে টিকা পাবে : স্বাস্থ্য অধিদফতর
রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার
তরুণদের স্বপ্নবান ও দূরদৃষ্টিসম্পন্ন হতে প্রধান উপদেষ্টার আহ্বান
কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার
ময়মনসিংহে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি
যশোরের কেশবপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির
সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
১০