সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায় যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৪:০০

ঢাকা, ২৮ মার্চ, ২০২৫ (বাসস) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তার দেশ সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায়। রাজধানী খার্তুমসহ সুদানে নতুন করে সহিংসতার পর যুক্তরাষ্ট্র আরো কূটনৈতিকভাবে পদক্ষেপ নেওয়ার আশা করছে বলে মন্তব্য করেন তিনি । 

মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল বৃহস্পতিবার রুবিও বলেছেন, তিনি সুদানের বিষয়ে ’অবগত’ ছিলেন এবং সাম্প্রতিক দিনগুলোতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদসহ আন্তর্জাতিক নেতাদের সাথে ধ্বংসাত্মক যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।

ক্যারিবিয়ান ভ্রমণের পর মিয়ামিতে তার বাড়িতে যাওয়ার সময় রুবিও সাংবাদিকদের বলেন, আমরা খুবই উদ্বিগ্ন যে এক দশক বা তারও কম সময়ের মধ্যে যেখানে ছিলাম সেখানেই রয়েছি।

তিনি বলেন, আমরা এটা দেখতে চাই না। তাই আমরা আমাদের অংশীদারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের করণীয় সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি। 

রুবিওর পূর্বসূরী অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধের অবসান ঘটাতে ব্যাপকভাবে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। যা প্রায় দুই বছর আগে সেনাবাহিনী প্রধান এবং একটি শক্তিশালী আধা-সামরিক ইউনিটের মধ্যে দ্বন্দ্বের শুরু হয়েছিল।

ব্লিঙ্কেনের নেতৃত্বে একজন দূত যুদ্ধের ওপর আলোচনার আয়োজন করেছিলেন। কিন্তু পূর্ববর্তী পররাষ্ট্রমন্ত্রী শেষ পর্যন্ত যুদ্ধ শেষ করতে ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে জয়লাভের চেষ্টা করার সময় উভয় পক্ষকেই নৃশংসতা চালানোর অভিযোগ করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে টিকা পাবে : স্বাস্থ্য অধিদফতর
রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার
তরুণদের স্বপ্নবান ও দূরদৃষ্টিসম্পন্ন হতে প্রধান উপদেষ্টার আহ্বান
কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার
ময়মনসিংহে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি
যশোরের কেশবপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির
সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
১০