সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায় যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৪:০০

ঢাকা, ২৮ মার্চ, ২০২৫ (বাসস) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তার দেশ সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায়। রাজধানী খার্তুমসহ সুদানে নতুন করে সহিংসতার পর যুক্তরাষ্ট্র আরো কূটনৈতিকভাবে পদক্ষেপ নেওয়ার আশা করছে বলে মন্তব্য করেন তিনি । 

মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল বৃহস্পতিবার রুবিও বলেছেন, তিনি সুদানের বিষয়ে ’অবগত’ ছিলেন এবং সাম্প্রতিক দিনগুলোতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদসহ আন্তর্জাতিক নেতাদের সাথে ধ্বংসাত্মক যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।

ক্যারিবিয়ান ভ্রমণের পর মিয়ামিতে তার বাড়িতে যাওয়ার সময় রুবিও সাংবাদিকদের বলেন, আমরা খুবই উদ্বিগ্ন যে এক দশক বা তারও কম সময়ের মধ্যে যেখানে ছিলাম সেখানেই রয়েছি।

তিনি বলেন, আমরা এটা দেখতে চাই না। তাই আমরা আমাদের অংশীদারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের করণীয় সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি। 

রুবিওর পূর্বসূরী অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধের অবসান ঘটাতে ব্যাপকভাবে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। যা প্রায় দুই বছর আগে সেনাবাহিনী প্রধান এবং একটি শক্তিশালী আধা-সামরিক ইউনিটের মধ্যে দ্বন্দ্বের শুরু হয়েছিল।

ব্লিঙ্কেনের নেতৃত্বে একজন দূত যুদ্ধের ওপর আলোচনার আয়োজন করেছিলেন। কিন্তু পূর্ববর্তী পররাষ্ট্রমন্ত্রী শেষ পর্যন্ত যুদ্ধ শেষ করতে ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে জয়লাভের চেষ্টা করার সময় উভয় পক্ষকেই নৃশংসতা চালানোর অভিযোগ করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
১০