ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমার ও থাইল্যান্ডকে সাহায্যের প্রস্তাব ইন্দোনেশিয়ার

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৩:০৮

ঢাকা, ২৯ মার্চ, ২০২৫ (বাসস) : শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশী দেশ দু’টিকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

জাকার্তা থেকে এএফপি এ খবর জানায়।

শুক্রবার রাতে প্রাবোও সুবিয়ান্তো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এই কঠিন সময়ে আমাদের চিন্তাধারা ও প্রার্থনা উভয় দেশের জনগণের সঙ্গে রয়েছে। ইন্দোনেশিয়া ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরুদ্ধার প্রচেষ্টায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।’

শুক্রবার মধ্য মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কয়েক মিনিট পরেই ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি প্রকাশিত না হলেও গৃহযুদ্ধের কবলে থাকা মিয়ানমারের জান্তা সরকার বৈদেশিক সাহায্যের বিরল আবেদন জানিয়েছে।

ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের নিহতদের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় ২ হাজার ৪শ’ জন। 

অপরদিকে থাইল্যান্ডে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের আপত্তির শুনানি গ্রহণ চলছে
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত: লেবার পার্টি
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কবি কাজী নজরুল : রিজভী
১০