মিয়ানমারে ত্রাণবাহী বিমান পাঠাল ভারত

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৩:৪৬

ঢাকা, ২৯ মার্চ, ২০২৫ (বাসস) : শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণবাহী একটি বিমান পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভূমিকম্পের একদিন পর শনিবার বিমানটি মিয়ানমারে অবতরণ করেছে বলে জানিয়েছে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং বৈদেশিক সাহায্যের আবেদন জানিয়েছে। দেশটির পূর্ববর্তী সামরিক শাসকরা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরেও বিদেশি সহায়তা এড়িয়ে গেছেন। এবার এই সাহায্যের আবেদন দুর্যোগের তীব্রতা প্রকাশ পাচ্ছে।
ভূমিকম্পের আঘাতে দেশটিতে নিহতদের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় ২ হাজার ৪শ’ জন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছেন, স্বাস্থ্যবিধি সরঞ্জাম, কম্বল, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে একটি সি-১৩০ সামরিক পরিবহণ বিমান মিয়ানমারে পাঠানো হয়েছে। সাথে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং চিকিৎসক দলও এই বিমানে রয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত অঞ্চলে পর্যবেক্ষণ চালিয়ে যাব এবং প্রয়োজনে আরো সাহায্য পাঠানো হবে।’

ত্রাণের বিমানটি মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে অবতরণের পর সেটির একটি ছবি প্রকাশ করেছে জয়শঙ্করের মন্ত্রণালয়।

শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের বিভিন্ন স্থানে অনেক ভবন ধস, সেতু ও রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়েও মারাত্মক ক্ষতি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিকদের মতে, এটি গত এক শতাব্দীরও বেশি সময় পর মিয়ানমারে সবচেয়ে বড় ভূমিকম্প।

মিয়ানমারে আঘাত হানা এই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, এর কেন্দ্রস্থল থেকে শত শত মাইল দূরে ব্যাংকক শহরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে ১৫ দিনের মধ্যে প্রস্তাব দেওয়ার অনুরোধ
শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের দরজা খুলে দিতে পারে: ডব্লিওটিও
সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে : জামায়াত আমির
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে
বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়ে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো: অধ্যাপক আলী রীয়াজ
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বাংলাদেশ সরকারের দেওয়া সহায়তা দু’দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে : সেনাসদর
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ 
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা
১০