মিয়ানমারে মানবিক সহায়তা পাঠাবে চীন

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৫:১৬

ঢাকা, ২৯ মার্চ, ২০২৫ (বাসস) : শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে এক হাজারের বেশি লোকের প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটিকে জরুরি মানবিক সহায়তা হিসেবে ১শ’ মিলিয়ন ইউয়ান (১৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার) প্রদানের ঘোষণা দিয়েছে চীন সরকার। সোমবার থেকে মিয়ানমারে সহায়তা পাঠানো শুরু হবে।

বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংকে লেখা এক বার্তায় শি জিনপিং ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে ইচ্ছা প্রকাশ করেছেন।

গতকাল শুক্রবার মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পরেই ৬ দশমিক ৪ মাত্রার একটি আফটারশক হয়।

ভূমিকম্পে মিয়ানমারের বিভিন্ন স্থানে ভবন, সেতু ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়েও মারাত্মক ক্ষতি হয়েছে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ ও থাইল্যান্ডের কিছু অংশেও এর প্রভাব পড়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৩৩ তলা ভবন ধসে পড়ার পর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ১শ’ জন শ্রমিক আটকা পড়েছেন।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, মিন অং হ্লাইং বৈদেশিক সাহায্যের বিরল আবেদনের পর শনিবার তারা মিয়ানমারে ৮২ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে।

চীনের জাতীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ইউনান থেকে একটি পৃথক উদ্ধারকারী দল মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে পৌঁছেছে।

মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পে চীনে প্রভাব পড়লেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের আপত্তির শুনানি গ্রহণ চলছে
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত: লেবার পার্টি
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কবি কাজী নজরুল : রিজভী
১০