মিয়ানমারে ৩০ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৪:১৫

ঢাকা, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ৩০ ঘন্টা পর শনিবার মান্দালয়ের একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল এক নারীকে জীবিত উদ্ধার করেছে। 

বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকারীরা ৩০ বছর বয়সী ফিউ লে খাইংকে স্কাই ভিলা কনডোমিনিয়ামের ধ্বংসস্তূপ থেকে সতর্কতার সাথে বের করে স্ট্রেচারে করে নিয়ে আসেন। এ সময় তাকে করতালি দিয়ে স্বাগত জানানো হয়। উদ্ধার করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তার স্বামী ইয়ে অং স্ট্রেচার থেকে তাকে নামানোর সময় জড়িয়ে ধরেন। 

ইয়ে অং বলেন, শুরুতে আমি ভাবিনি যে সে বেঁচে থাকবে। আমি খুব খুশি যে আমার স্ত্রীর বেঁচে থাকার সুখবর শুনেছি। তিনি বলেন আমার দুই ছেলে আছে। আট বছর বয়সী উইলিয়াম এবং পাঁচ বছর বয়সী ইথান।

রেড ক্রসের একজন কর্মকর্তা এর আগে এএফপিকে বলেছিলেন, অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষের নিচে ৯০ জনেরও বেশি লোক আটকা পড়ে থাকতে পারে।

শুক্রবার বিকেলে মিয়ানমারে মান্দালয়ের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। তার কয়েক মিনিট পরেই ৬ দশমিক ৭ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একমাত্র মেয়েকে নিয়ে যেন অথৈ সাগরে শহীদ জাহিদের স্ত্রী
বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় জীবন দেন শহীদ মিলন
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
১০