মিয়ানমারে ভূমিকম্পের ৬০ ঘণ্টা পর ৪ জনকে জীবিত উদ্ধার

বাসস
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:৪৯

ঢাকা, ৩১ মার্চ, ২০২৫ (বাসস) : মিয়ানমারে গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে পড়ে আছেন অনেকে।

সময় যত গড়াচ্ছে, ততই দৃশ্যমান হচ্ছে মিয়ানমারে ভূমিকম্পের ভয়াবহ চিত্র। নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭শ’ জনে।  এছাড়া ৩শ’ জনেরও বেশি নিখোঁজের খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, এই সংখ্যা আরো বাড়বে। ভোগান্তির শেষ নেই আহতদেরও। অনেকেই ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনদের খুঁজছেন। 

নেপিদো থেকে এএফপি এই খবর জানায়। 

উদ্ধারকর্মীর সংখ্যা সীমিত। সর্বোচ্চ প্রচেষ্টা চালালেও নেই পর্যাপ্ত সরঞ্জাম। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। এছাড়া বিদ্যুৎ ও পানির সংকট আর তীব্র গরমে পরিস্থিতি আরো করুণ হয়ে ওঠেছে। আফটারশকের আতঙ্কও কাটেনি। তাই ঘরছাড়া হাজারো মানুষ এখনো খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন।

মিয়ানমারের দুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে ২০ লাখ ডলার সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রেড ক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ১০ কোটি ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। যাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা পৌঁছে দেয়া যায়।

এদিকে, ভূমিকম্পের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডও। ব্যাংককে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে নেমেছে স্থানীয় প্রশাসন। ৩৩ তলা ভবনটি ধসের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে থাই কর্তৃপক্ষ। ভূমিকম্পের এই ধ্বংসযজ্ঞের সংকট কতটা গভীর, তা বুঝতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মধ্যে বাছুর বিতরণ
হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল 
চীন ও কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকের ঘোষণা প্রধান উপদেষ্টার
প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাসম্ভব কৃষিজমি রক্ষার তাগিদ ভূমি উপদেষ্টার
সরকারি হাসপাতালে ফার্মেসি চালুর উদ্যোগ: এক-তৃতীয়াংশ দামে মিলবে ২৫০ রকম ওষুধ
বিজিবি’র অভিযানে মার্চ মাসে ১৫২ কোটি ৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ
বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ে টেস্ট দলে ফিরলেন আরভিন-উইলিয়ামস
ফেনীতে অবৈধভাবে মাটিকাটায় ব্যবহৃত স্কেভেটর ও তিনটি ট্রাক জব্দ
জবি’র ভর্তিতে কোটায় আবেদনের তারিখ ঘোষণা
সর্বজনীন স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ
১০