চিপ নির্মাতা র‌্যাপিডাসে বিনিয়োগ করবে জাপান

বাসস
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১৪:২৯

ঢাকা, ৩১ মার্চ, ২০২৫ (বাসস) : জাপান জানিয়েছে, তারা সেমিকন্ডাক্টর ভেঞ্চার র‌্যাপিডাসে ৫ বিলিয়ন ডলারেরও বেশি অতিরিক্ত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। যা ২০২৭ সাল থেকে দেশে পরবর্তী প্রজন্মের জন্য ব্যাপকভাবে চিপ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে। সরকার সোমবার এ কথা জানায়।

টোকিও থেকে এএফপি এ খবর জানায়।

শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, তারা সনি, টয়োটা, আইবিএম এবং অন্যান্যদের যৌথ উদ্যোগে গঠিত এই কোম্পানিটিকে ৫.৪ বিলিয়ন ডলার প্রদান করবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে র‌্যাপিডাস যা এপ্রিল মাসে হোক্কাইদোতে তার কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে চলেছে। এর মোট সরকারি সহায়তা ১.৭ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে।

মানুষের দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার কারণে উন্নত, শক্তি-সাশ্রয়ী সেমিকন্ডাক্টরের বিশ্বব্যাপী চাহিদা বেড়ে যাওয়ার ধারনা করা হচ্ছে।

১৯৮০ থেকে ৯০ এর দশকের গোড়ার দিকে জাপান বিশ্বব্যাপী মাইক্রোচিপের বাজারের অর্ধেক দখল করেছিল। যেখানে এনইসি এবং তোশিবার মতো কোম্পানিগুলো নেতৃত্ব দিয়েছিল।

কিন্তু এখন এটি বাজারের প্রায় ১০ শতাংশ দখল করে আছে। যদিও এটি চিপ তৈরির সরঞ্জাম এবং উপকরণের ক্ষেত্রে এখনও শীর্ষস্থানীয়।

র‌্যাপিডাসের চেয়ারম্যান তেতসুরো হিগাশি গত বছর এএফপি’কে এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই প্রকল্পটি দেশের সেমিকন্ডাক্টর খাতকে বিশ্ব মানচিত্রে ফিরিয়ে আনার ’শেষ সুযোগ’।

তিনি বলেন, জাপান অন্যদের থেকে এক দশকেরও বেশি পিছিয়ে আছে। এর সাথে তাল মিলিয়ে চলতে প্রচুর অর্থের প্রয়োজন হবে।

মোবাইল ফোন থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সবকিছুতে বিদ্যুৎ সরবরাহ করে এমন সেমিকন্ডাক্টর সাম্প্রতিক বছরগুলেতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে।

ইতিমধ্যে, তাইওয়ানের চিপ বেহেমথ টিএসএমসি তার উৎপাদন বৈচিত্র্য আনার চাপের সম্মুখীন হচ্ছে কারণ গ্রাহকরা এবং সরকারগুলি চীনের দ্বীপটিতে আক্রমণের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন।

টিএসএমসি গত বছর দক্ষিণ জাপানে ৮.৬ বিলিয়ন ডলারের একটি নতুন কারখানা চালু করেছে এবং আরো উন্নত চিপসের জন্য দ্বিতীয়, ২০ বিলিয়ন ডলারের একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের আপত্তির শুনানি গ্রহণ চলছে
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত: লেবার পার্টি
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কবি কাজী নজরুল : রিজভী
১০