মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ আগুন

বাসস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১২:৪৬

ঢাকা, ১ এপ্রিল, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে মঙ্গলবার সে দেশের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘পেট্রোনাস’-এর একটি গ্যাস পাইপলাইনে আগুন লেগে ৩৩ জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেলাঙ্গর ফায়ার বিভাগের কর্মকর্তারা এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, আগুন নেভানোর চেষ্টা চলছে।

সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে জানিয়েছেন, কাম্পুং কুয়ালা সুঙ্গাই বারুতে ঘরবাড়িতে লোকজন আটকা পড়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।  বার্নামার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

এদিকে ‘পেট্রোনাস’ এক বিবৃতিতে জানিয়েছে, পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। সেলাঙ্গর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুনের ফলে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদমাধ্যমের প্রকাশিত ছবি এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা গেছে, দিগন্তে বিশাল আগুন এবং বিশাল কমলা রঙের শিখা জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, পুচং শহরে প্রায় ৫শ’ মিটার লম্বা একটি পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পেট্রোনাস জ্বলন্ত পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের আপত্তির শুনানি গ্রহণ চলছে
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত: লেবার পার্টি
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কবি কাজী নজরুল : রিজভী
১০