মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ আগুন

বাসস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১২:৪৬

ঢাকা, ১ এপ্রিল, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে মঙ্গলবার সে দেশের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘পেট্রোনাস’-এর একটি গ্যাস পাইপলাইনে আগুন লেগে ৩৩ জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেলাঙ্গর ফায়ার বিভাগের কর্মকর্তারা এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, আগুন নেভানোর চেষ্টা চলছে।

সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে জানিয়েছেন, কাম্পুং কুয়ালা সুঙ্গাই বারুতে ঘরবাড়িতে লোকজন আটকা পড়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।  বার্নামার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

এদিকে ‘পেট্রোনাস’ এক বিবৃতিতে জানিয়েছে, পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। সেলাঙ্গর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুনের ফলে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদমাধ্যমের প্রকাশিত ছবি এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা গেছে, দিগন্তে বিশাল আগুন এবং বিশাল কমলা রঙের শিখা জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, পুচং শহরে প্রায় ৫শ’ মিটার লম্বা একটি পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পেট্রোনাস জ্বলন্ত পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে টাইফয়েড টিকা পাবে চার লাখের বেশি শিশু 
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ 
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
ইউরোপজুড়ে ফিলিস্তিনি-পন্থী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত 
টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির
চলনবিলের আকাশে অবমুক্ত বক ও ঘুঘু
১০