প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের রায় শুক্রবার 

বাসস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৩:১২

ঢাকা, ১ এপ্রিল, ২০২৫ (বাসস) : সামরিক আইন জারির কারণে বরখাস্ত হওয়ার কয়েক মাস পর দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত আগামী শুক্রবার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনের ওপর তার দীর্ঘ প্রতীক্ষিত রায় ঘোষণা করবে।

সিউল থেকে এএফপি এ খবর জানায়।

বেসামরিক শাসনের স্বল্প স্থায়ী স্থগিতাদেশের কারণে আইন প্রণেতাদের দ্বারা অভিশংসিত হওয়ার পর ইউনকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে অপসারণ করা হবে কি-না তা নির্ধারণের জন্য আদালত কয়েক সপ্তাহ ধরে অভিশংসন শুনানি করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে আদালত জানিয়েছে, ’প্রেসিডেন্টের অভিশংসন মামলার রায় আগামী ৪ এপ্রিল ঘোষণা করা হবে।’

আদালত জুন পর্যন্ত তার ভাগ্য নির্ধারণ করতে পারে। তবে এটি সাধারণত অতীতের প্রেসিডেন্টের অভিশংসন মামলার জন্য কয়েক সপ্তাহের মধ্যে রায় দিয়েছে।

আদালত প্রত্যাশার চেয়েও বেশি সময় ধরে মামলাটি নিয়েছে। যার ফলে জল্পনা-কল্পনা তীব্র আকার ধারণ করেছে, কেউ কেউ মনে করছেন বিচারপতিরা নিশ্চয়ই তীব্র মতবিরোধের সম্মুখীন হচ্ছেন।

ইউনকে পদ থেকে অপসারণের জন্য, আদালতের আট বিচারপতির মধ্যে অন্তত ছয়জনকে পক্ষে ভোট দিতে হবে। 

প্রতি সপ্তাহে মধ্য সিউলে লাখ লাখ দক্ষিণ কোরিয়ান ইউনের পক্ষে এবং বিপক্ষে সমাবেশ করছেন।

সাবেক প্রসিকিউটর ইউনকে জানুয়ারিতে বিদ্রোহের অভিযোগে আটক করা হয়েছিল কিন্তু প্রক্রিয়াগত কারণে মার্চের শুরুতে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। তিনি পুরো সময় ধরেই অবাধ্য ছিলেন এবং ’বিদ্বেষপূর্ণ’ বিরোধী দলের ওপর দোষ চাপিয়েছেন।

তিনিই প্রথম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যিনি সামরিক আইনের জারি করে বিদ্রোহের অভিযোগে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। 

গত ৩ ডিসেম্বর ইউনের সামরিক আইন ঘোষণার ফলে দক্ষিণ কোরিয়া কয়েক মাস ধরে উত্তাল ছিল। যা বিশ্ব মিত্রদেরও হতবাক করেছে। 

যদি সাংবিধানিক আদালত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়, তাহলে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। যেখানে বিরোধী নেতা লি জে-মিয়ং বর্তমানে জয়ের দৌড়ে এগিয়ে আছেন।

গত সপ্তাহে একটি আপিল আদালত লির বিরুদ্ধে একটি নির্বাচনী আইনের সাজা বাতিল করে দেয়। যার ফলে তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালানোর পথ পরিষ্কার হয়ে যায়।

তবে নির্বাচনের আগে যদি আপিলের মাধ্যমে এটি পুনর্বহাল করা হয়। তাহলে তার সংসদীয় আসন থাকবে না এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনসহ পাঁচ বছরের জন্য তিনি কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

একটি পৃথক মামলায় সাংবিধানিক আদালত গত সপ্তাহে প্রধানমন্ত্রী হান ডাক-সুর অভিশংসন বাতিল করে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করে। সামরিক আইন ঘোষণার জন্য প্রেসিডেন্ট স্থগিত হওয়ার পর তিনি এই দায়িত্ব নিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০