মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২১:৩০
মাদক বহনের দায়ে গ্রেফতার কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টন -ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ এপ্রিল ২০২৫ (বাসস) : মাদক বহনের অভিযোগে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টনকে গ্রেফতার করা হয়েছে। 

জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’-এ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, গত রোববার বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই স্থানীয় পুলিশ আটক করে কির্টনকে।  তার কাছে  ২০ পাউন্ড (প্রায় ৯ কেজি) নিষিদ্ধ ঘোষিত গাঁজা পাওয়া গেছে। এরপর থেকে পুলিশি হেফাজতে আছেন কির্টন। এ বিষয়ে ক্রিকেট কানাডাকে অবহিত করা হয়েছে। 

এ ব্যাপারে এক বিবৃতিতে ক্রিকেট কানাডা জানিয়েছে, ‘জাতীয় দলের খেলোয়াড় কির্টনের বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার আটকের বিষয়ে ক্রিকেট কানাডাকে অবগত করা হয়েছে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেট কানাডা। তার ব্যাপারে কোন তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।’

ক্রিকেট কানাডা আরও জানিয়েছে কির্টনের বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছে বোর্ড। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং খেলাধুলার মধ্যে সততা এবং জবাবদিহিতার সর্বোচ্চ মান বজায় রাখার ক্ষেত্রে অবিচল আছি।’

দুঃসময়ে জাতীয় দলকে পাশে থাকার কথাও জানিয়েছে ক্রিকেট কানাডা, ‘ক্রিকেট কানাডা দলের সবাইকে সমর্থন দিয়ে যাবে। কারণ তারা আমাদের গর্ব এবং পেশাদারিত্বের সাথে দেশের প্রতিনিধিত্ব করে চলেছে।’

গত বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন ২৬ বছর বয়সী কির্টন। দেশের হয়ে ২১ ওয়ানডেতে ৫১৪ রান ও ২৮ টি-টোয়েন্টিতে ৬২৭ রান করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০