তায়কোয়ানডোতে কোরিয়ান কোচ নিয়োগ

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:০১

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫ (বাসস) : আসন্ন ১৪তম সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) এবং ২০তম এশিয়ান গেমসে ভালো ফলাফলের লক্ষ্য নিয়ে বড় পদক্ষেপ নিল বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন। কোরিয়ার অভিজ্ঞ পুমসে কোচ জুন গিউ চোইকে নিয়োগ দিয়েছে ফেডারেশন।

গতকাল রাতে দক্ষিণ কোরিয়া থেকে ঢাকায় এসে পৌঁছান নতুন এই কোচ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডারেশনের কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন তায়কোয়ানডো ফেডারেশনের সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সদস্য আরিফ রাব্বানী, নুরুল ইসলাম ও মরিয়ম বেগম ইতি এবং কোচ নির্মল চৌধুরী, মো: কামরুজ্জামান চঞ্চল, আব্দুর রহমান ও মো: কোরবান আলী।

বাংলাদেশ তায়কোয়ানডো দল বর্তমানে বিকেএসপিতে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে রয়েছে। আগামী বছর দুটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে তারা। ২৩-৩১ জানুয়ারি পাকিস্তনে অনুষ্ঠিতব্য ১৪তম সাউথ এশিয়ান গেমস, এরপর ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের এইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। এই দুই গুরুত্বপূর্ণ গেমসে ভালো ফল নিশ্চিত করার উদ্দেশ্যেই ফেডারেশন একজন অভিজ্ঞ বিদেশি কোচের প্রয়োজনীয়তা অনুভব করছিল।

ফেডারেশন আপাতত চার মাসের জন্য জুন গিউ চোইয়ের সঙ্গে চুক্তি করেছে। তিনি আগামী বছর ৩১ জানুয়ারি পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে তার পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। জানা গেছে, কোরিয়ন কোচের থাকা-খাওয়া এবং মাসিক বেতন ৩,৫০০ মার্কিন ডলার ফেডারেশন নিজস্ব ব্যবস্থাপনায় বহন করবে।

জুন গিউ চোই অত্যন্ত দক্ষ তায়কোয়ানডো মাস্টার, যার ক্রীড়াবিদ এবং কোচ উভয় দায়িত্বেই রয়েছে সুদীর্ঘ অভিজ্ঞতা। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক তায়কোয়নডো প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

এই বিশ্বমানের কোচের অধীনে বাংলাদেশের খেলোয়াড়রা নতুন করে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন বলে ফেডারেশন আশাবাদী। একইসাথে জুন গিউ চোইয়ের অংশগ্রহণ সংস্থাটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি
২০২৫ সালে প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ
চট্টগ্রামে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
১০