উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২১:১৯
শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের হয়। ছবি : বাসস

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : সাইক্লিস্টদের উৎসাহিত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে সাইকেল লেন চালু করার দাবিতে স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন পরিবেশবান্ধব সংগঠনের উদ্যোগে আজ ১৪তম সাইকেল লেন দিবস, ২০২৫ উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব, ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট, কেরানীগঞ্জ সাইক্লিস্ট সোসাইটি, মিরপুর স্টান্ট বয়েজ ও জাতীয় ভিত্তিক সমমনা বিভিন্ন সংগঠন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “নিরাপদ সড়ক ও পরিবেশ রক্ষা।” 

পরিষদের সভাপতি মো.আমিনুল ইসলাম টুব্বুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত অর্থ সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি মো. তাওহীদুর রহমান, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রিয়াজ, মিরপুর স্টান্ট বয়েজের সভাপতি মোহাম্মাদ আলী রিমন, সভ্যতা প্রবীণ সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাকিল হোসেন, উৎসব কমিটির আহবায়ক তানজিম এলাহী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সাজ্জাদ হোসেন রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব তপন কুমার দাস ও দেশি বিদেশি পর্যটক  সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ঈদের ছুটিতে পুরো ঢাকা শহর ছিল ফাঁকা। আর তাই রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরেছে সাইকেলের দুই চাকা।

“চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া, উইড়া, ঢাকা শহর দেখমু আজ দুইজনে ঘুইরা ঘুইরা, ও.. পাবলিক ভাই, সাইকেলের ব্রেক নাই, নিরাপদ সড়কে সাইকেল লেন চাই” এমন গান গেয়ে তরুণ-তরুণীদের মনের আনন্দে সাইকেল র‌্যালিতে অংশগ্রহণ করতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য পিংকি কারাগারে
১০