চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২১:২৯

চাঁদপুর, ৪ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. রেদওয়ান রাজা (৪৯) নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর ৩ টার দিকে বাগাদী ইউনিয়নে চান্দ্রা-গল্লাক সড়কে পশ্চিম সেকদি শাহ আলম পাটওয়ারীর এবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেদওয়ান রাজা সদর উপজেলার বাগাদী গ্রামের রাজা বাড়ীর মৃত নুর মোহাম্মদ রাজার ছেলে। দুই সন্তানের জনক রেদওয়ান রাজা পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে স্থানীয়রা দুর্ঘটনায় গুরুতর আহত মাছ ব্যবসায়ী মো. রেদওয়ান রাজাকে ঘটনাস্থল থেকে জেলার সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করা হয়। পরে, ঢাকায় নেওয়ার পথে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য পিংকি কারাগারে
১০